Saturday, January 20

চাকরি জাতীয়করণের দাবিতে কানাইঘাটে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক: কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সি.এইচ.সি.পি) দের চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দিনভর কানাইঘাট উপজেলা এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। অবস্থান কর্মসূচি পালনকালে সিএইচসিপিরা গণতন্ত্রের মানসকন্যা কমিউনিটি ক্লিনিকের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের চাকরি জাতীয়করণের জন্য আকুল আবেদন জানান। এস.ডি.জি অর্জনের লক্ষ্যে সিএইচসিপিরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। চাকরি জাতীয়করণের জন্য মহামান্য হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তাদের চাকরি জাতীয়করণের জন্য রায় দেন। কিন্তু সেই রায় বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় তারা এ অবস্থান কর্মসূচি পালনে বাধ্য হয়েছেন। এ অবস্থান কর্মসূচির পরও যদি সরকারের পক্ষ থেকে চাকরি জাতীয়করণের কোন পদক্ষেপ না নেওয়া হয় তবে সিএইচপিরা পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে কমিউনিটি ক্লিনিকে কর্মবিরতি, সিভিল সার্জন অফিসে অবস্থান এবং ঢাকায় আমরণ অনশনে যাবেন বলে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়