নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে যথাযোগ্য মর্যাদায় উৎসব মুখর পরিবেশে ৪৬তম মহান বিজয় দিবস উদ্যাপিত হয়েছে। ৩১বার তোপধ্বনীর মাধ্যমে বিজয়ের সূচনা লগ্নে সূর্যোদয়ের সাথে সাথে কানাইঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে সকাল ৬টায় পুষ্পস্তপক অর্পণ করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, কানাইঘাট প্রেসক্লাব, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন, কানাইঘাট পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে একে একে জড়ো হয়ে পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এছাড়া সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে মনোঙ্গ কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন ও সালাম গ্রহণ করেন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিন, উপজেলা
পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। পরবর্তীতে ডিসপ্লে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিজয় দিবসের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কানাইঘাট সরকারী কলেজ ও বীরদল এন.এম একাডেমী প্রাঙ্গণে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং সেখানে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালনের মাধ্যমে কানাইঘাটে উৎসব মুখর পরিবেশে দিবসটি উদ্যাপিত হয়।
পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। পরবর্তীতে ডিসপ্লে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন তারা। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মাঝে বিজয় দিবসের উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া সুর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। কানাইঘাট সরকারী কলেজ ও বীরদল এন.এম একাডেমী প্রাঙ্গণে নব নির্মিত শহীদ মিনারের উদ্বোধন এবং সেখানে বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন সিলেট-৫ আসনের সাংসদ সেলিম উদ্দিন। এছাড়া দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালনের মাধ্যমে কানাইঘাটে উৎসব মুখর পরিবেশে দিবসটি উদ্যাপিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়