Sunday, December 17

কানাইঘাট প্রেসক্লাবে বিজয় দিবসের আলোচনা সভায় হুইপ সেলিম


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষের পাশাপাশি সাংবাদিকদেরও অবদান রয়েছে। সাংবাদিকরা যুদ্ধকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে পাক হানাদার বাহিনীর পৈশাচিক হত্যাযজ্ঞ, দমন-নিপীড়নের বিরুদ্ধে লেখনী শক্তির মাধ্যমে সোচ্চার ভূমিকা পালন করেছিলেন বলেই আর্ন্তজাতিক পরিমন্ডলে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের দাবী আরো জোরদার হয়েছিল। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা আখ্যায়িত করে বলেন, তাঁরই নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। আর সেই গৌরবময় ইতিহাসের পাতায় স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর এম.এ.জি ওসমানী, মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাষাণী ও মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডারদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা এদেশকে স্বাধীন করেছিলেন তাদের সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রগতি ধরে রাখার জন্য সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমতের উর্ধ্বে উঠে সবাইকে একসাথে কাজ করতে হবে। সেলিম উদ্দিন এমপি ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে দুপুর ১২টায় ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ক্লাব কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় বিজয় দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মোহনা টেলিভিশনের ডাইরেক্টর মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ্ব আব্দুল মুমিন চৌধুরী, কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, প্রেসক্লাবের আজীবন সদস্য ইঞ্জিনিয়ার বদরুল আমিন, আলহাজ্ব নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সাহিত্য ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রশিদ, সিনিয়র সদস্য বাবুল আহমদ, কাওছার আহমদ, সদস্য আমিনুল
ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, জসীম উদ্দিন, সুজন চন্দ অনুপ, সহযোগী সদস্য মুমিন রশিদ, মাহফুজ সিদ্দিকী, আহমেদুল কবির মান্না। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। চ্যাম্পিয়ান জুটি, সবুজ সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি আমিনুল ইসলাম ও দৈনিক সুরমার প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী, রানার্সআপ দৈনিক যুগভেরী ও আমাদের সময় পত্রিকার প্রতিনিধি সুজন চন্দ অনুপ ও দৈনিক সন্ধ্যাবাণী ও সুরমা মেইলের প্রতিনিধি মুমিন রশিদ জুটি, তৃতীয় স্থান অধিকারী কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক মাহবুবুর রশিদ ও দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি জসীম উদ্দিন জুটির হাতে ট্রফি তুলে দেন। থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের অংশগ্রহণের ব্যাডমিন্টন প্রতিযোগিতার প্রশংসা করে বলেন, খেলাধূলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। পুলিশ ও সাংবাদিক একে অন্যের পরিপূরক আখ্যায়িত করে তিনি ক্লাবের উদ্যোগে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করার জন্য ৫হাজার টাকা অনুদানও প্রদান করেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীমান্তিকের ম্যালেরিয়া প্রজেক্টের উপজেলা ম্যানেজার বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও ক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়