Wednesday, November 8

কানাইঘাটে টিলা ধসে ৬ জনের মর্মান্তিক মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর পাশে অবস্থিত শত বছরের প্রাচীনতম ঐতিহ্যের সাক্ষী বাংলা টিলা গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে গত মঙ্গলবার সেখানের টিলার নিচ অংশের ঝুকিপূর্ণ স্থান থেকেঙ পাথর সংগ্রেহর সময় টিলার একাংশ ধ্বসে পড়ে ৪ শিক্ষার্থীসহ ৬ জনের দুঃখ জনক অনাঙ্খিত মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন, কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম .এ. হান্নান, কার্যনির্বাহী কমিটির সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন,সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহবুবুর রশিদ সহ নেতৃবৃন্দ বলেন, এলাকার প্রাচীনতম বাংলা টিলা ও তার নিচ অংশ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে গত মঙ্গলবার দুঃখ জনক ও মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ভবিষ্যতে এ ধরনের প্রাণহানি যেন আর কারো না হয় এজন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে সরকারী ভাবে অনুদান প্রদানের দাবী জানিয়েছেন ক্লাব নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়