Tuesday, November 7

কানাইঘাটে মাটি চাপায় নিহত ৬ জনের মধ্যে ৪ জনই শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটলোভাছড়া পাথর কোয়ারীর পাশে অবস্থিত বিশাল বাংলা টিলার নিচ অংশ থেকে অবৈধ ভাবে মাটি খোড়ে পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে নিহত ৬ জনের মধ্যে ৪ জনই ছাত্র এবং কিশোর। নিহতরা ছাত্ররা হলো, স্থানীয় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কান্দলা বাংলাটিলা কোনাগ্রামের মুছব্বির আলীর পুত্র স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী মারুফ আহমদ (১১), একই গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ আহমদ (১৩) তার সহোদর ভাই স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমদ (১৩), আনোয়ার হোসেনের পুত্র হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাদির আহমদ (১৪)। এবং বাকি দু’জন স্থানীয় কান্দলা গ্রামের ইউনুস আলীর পুত্র জাকির আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির পুত্র সুন্দর আলী (৩৮)। তারা দু’জন পাথর শ্রমিক। নিহত শিক্ষার্থীদের ৪জন মঙ্গলবার পরিবারের সবার অগোচরে সকালে ঘুম থেকে উঠে একই সাথে সেখানে পাথর উত্তোলন করতে গিয়েছিলো। কিন্তু মর্মান্তিক ভাবে বাংলা টিলার নিচ অংশের একটি গর্ত ধ্বসে পড়ে তাদের করুণ মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ীতে গিয়ে দেখা গেছে সেখানে কান্নার রুল বইছে। শত শত মানুষ নিহতদের বাড়ীতে ভীড় জমাচ্ছেন। ৬ জনের করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত প্রত্যেকের পরিবারকে সিলেট জেলা প্রশাসক কর্তৃক ১৫ হাজার ও আহত একজনকে ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়