Wednesday, November 15

কানাইঘাট উপজেলা আইন শৃঙ্খলা সহ অন্যান্য কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা আইন শৃংখলা, চোরা চালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং যৌতুক নিরোধ কমিটির মাসিক সভা পৃথক ভাবে গত সোমবার সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে পৃথক এসব সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ‘লীগের আহবায়ক লুৎফুর রাহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, সাতবাকঁ ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, দিঘীরপার ইউপি চেয়ারম্যান আলী হুসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিট কর্মকর্তা শহিদুল ইসলাম সহ সুরইঘাট বিজিবি ক্যাম্পের কর্মকর্তা ও আইন শৃংখলা কমিটির সদস্যবৃন্দ। সভায় উপস্থিত কমিটির সদস্যবৃন্দ লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলা টিলায় অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলনের ফলে গত ৭ নভেম্বর সেখান থেকে পাথর তুলার সময় ৪ শিশু শিক্ষার্থীসহ ৬ জনের মর্মান্তিক দুঃখজনক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, পাথর কোয়ারী সহ আশপাশ এলাকা থেকে লীজ বর্হিভূত অবৈধভাবে কেউ যাতে করে পাথর উত্তোলন করতে না পারে এজন্য কোয়ারী এলাকায় স্থানীয় প্রশাসনের কটোর নজরদারীর দাবী জানান। সেই সাথে ৬ জনের প্রাণহানীর ঘটনা সুষ্ঠু নিরেপক্ষ তদন্তের মাধ্যমে সুলটুনি মহাল ও বাংলা টিলা থেকে যারা অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলনে সহযোগিতা এবং সেখান থেকে উত্তোলনকৃত পাথর থেকে চাঁদা নিয়েছিল তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার আহবান জানান। বিট কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, যারা সুলটুনি মহাল ও বাংলা টিলাসহ বন বিভাগের জায়গা থেকে অবৈধভাবে গর্ত করে পাথর উত্তোলন করেছিল সেই সব ব্যক্তিদের বিরোদ্ধে থানায় তিনি একাধিক মামলা দায়ের করেছেন। কিন্তু অনেকেই ধরাছোয়ার বাহিরে রয়েছে। এছাড়া আইন শৃংখলা কমিটির সভা সহ অন্যান্য সভায় কোয়ারী এলাকায় প্রশাসনের নজরদারী অভিযান জোরদার, সন্ত্রাস, নাশকতা মূলক তৎপরতা প্রতিরোধ, চোরাচালান বন্ধ, মাদক জুয়া, মিকির খেলার বিরোদ্ধে জিরো টলারেন্স গ্রহণ, বাল্য বিাবাহ প্রতিরোধ ও নারী নির্যাতণ বন্ধে থানা পুলিশকে সহযোগিতা করার পাশাপশি কোয়ারী এলাকায় সচেতনতা মূলক তৎপরতা অব্যাহত রাখতে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এছাড়া একই দিনে উপজেলার সকল এনজিও সংস্থা ও ব্যংক ঋন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়