Wednesday, November 15

উপজেলা চেয়ারম্যানের সাথে কানাইঘাট বাস-মিনিবাস সমিতির মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট-দরবস্ত-তামাবিল সড়কে বাস-মিনি বাসের যাত্রী সেবার মান আরো উন্নত এবং কানাইঘাট বাজার টু গাছবাড়ী বাজার পর্যন্ত বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে সিলেট তামাবিল বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেল ২টায় উপজেলা পরিষদ কার্যলায়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোঃ নুর উদ্দিন, সাধারণ সম্পাদক পরিবহন শ্রমিক নেতা নাজিম উদ্দিন লস্কর, কানাইঘাট বাণীগ্রাম ইউপির চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপির চেয়াম্যান মাওঃ আবুল হোসাইন চতুলী, অধ্যাপক ফরিদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নুর, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হোসেন বুলবুল, বাস-মিনিবাস সমিতির কোষাধ্যক্ষ মুজিব চৌধুরী, সংগঠনের ইঞ্জিনিয়ার ইলিয়াছ মিয়া, মাষ্টার আব্দুল্লাহ, আব্দুল মালিক, সোনা মিয়া, জয়দুল হোসেন, মাসুদ পারভেজ, কানাইঘাট বাস স্ট্যান্ডের ম্যানেজার শ্রমিক নেতা ফিরোজ মিয়া, মনি বাবু চৌধুরী, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ প্রমুখ। মতবিনিময় সভায় বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, তামাবিল সড়ক সহ কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ উপজেলার অভ্যন্তরীন সড়কে বাস-মিনিবাসের সেবা যাত্রীদের দূরগোড়ায় পৌছে দিতে এবং কম বাড়ায় উন্নত মানের দ্রুত বাস সার্ভিস চালু করার জন্য মালিক সমিতির পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সেবা নিশ্চিত করার জন্য জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়