Tuesday, November 14

কানাইঘাটে পোস্ট ই-সেন্টারের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ


নিজস্ব প্রতিবেদক: টেলি যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে কানাইঘাট উপজেলা পোস্ট অফিস পোস্ট ই-সেন্টারের উদ্যোগে কম্পিউটার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকাল ২টায় উপজেলা পল্লী উন্নয়ন প্রশিক্ষণ হলে উপজেলা পোস্ট ই- সেন্টারের উদ্যেগে সনদ পত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা পোস্ট মাষ্টার হরিমোহন সিনহা, কানাইঘাট কলেজের অধ্যাপক হাবিব আহমদ, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সম্পাদক আব্দুন নুর, সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, ই-সেন্টারের কম্পিউটার প্রশিক্ষক মাহবুবুর রহমান সহ কয়েকজন প্রশিক্ষণার্থী। অনুষ্ঠান শেষে ৭৯ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ পত্র তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, আইটি সেক্টরে বাংলাদেশ আজ অনেক ক্ষেত্রে এগিয়ে গেছে। সরকারের আন্তরিক প্রচেষ্টায় আইটি সেক্টর আজ অর্থনৈতিক কর্মকান্ডের বিশাল বাজারে পরিণত হয়েছে। তিনি প্রশিক্ষণার্থী সনদপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি তথ্য প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্যের পরিবর্তন এবং চাকুরী সহ সকল ক্ষেত্রে শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের উপর গুরুত্বারূপ করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়