Home » » কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার এনামী জলসা ২২ নভেম্বর

কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার এনামী জলসা ২২ নভেম্বর

Kanaighat News on Thursday, November 16, 2017 | 6:25 PM


নিজস্ব প্রতিবেদক: শায়খুল ইসলাম আল্লামা মুশাহিদ বায়মপুরী রাহ. এর স্মৃতি বিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল ঊলুম দারুল হাদিস কানাইঘাট মাদ্রাসার হিসাব ও এনামের বার্ষিক জলসা আগামী ২২ নভেম্বর বুধবার সকাল ১০টা থেকে মধ্য রাত পর্যন্ত মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। উক্ত জলসায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ঢাকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, আল্লামা মুফতি কেফায়েত উল্লাহ বি.বাড়িয়া, শায়খুল হাদিস আল্লামা মুফতি ইউসুফ শ্যামপুরী, শায়খুল হাদিস আল্লামা আহমদ শায়খে চিল্লা, শায়খুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান শায়খে রায়গড়ী প্রমুখ। উক্ত বার্ষিক হিসাব ও এনামের জলসাকে সর্বাত্মক সফল ও স্বার্থক করে তুলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, মাদ্রাসার মহাপরিচালক শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী এবং মাদ্রাসার নায়বে মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী।
Share this article :

Post a Comment

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

 
সম্পাদক মন্ডলীর সভাপতি: মো:মহিউদ্দিন,সম্পাদক : মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক : নিজাম উদ্দিন। সম্পাদকীয় যোগাযোগ : শাপলা পয়েন্ট,কানাইঘাট পশ্চিম বাজার,কানাইঘাট,সিলেট।+৮৮ ০১৭২৭৬৬৭৭২০,+৮৮ ০১৯১২৭৬৪৭১৬ ই-মেইল :mahbuburrashid68@yahoo.com: সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কানাইঘাট নিউজ ২০১৩