Sunday, October 29

কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা সদরে অবস্থিত প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ অনুষ্টান রবিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কানাইঘাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক স্কুলের পরিচালক হাবিব আহমদের সভাপতিত্বে ও স্কুলের সহকারী শিক্ষক বাবর আহমদের পরিচালনায় অভিভাবক, সুধীজন ও বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদ ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুল, সহ-সম্পাদক আব্দুন নুর, সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক, পৌর কাউন্সিলর শরীফুল হক, সমাজসেবী হাজী জসিম উদ্দিন, স্কুলের অভিভাবক খসরুজ্জামান পারভেজ, ছাত্রনেতা আফতাব উদ্দিন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজিব দাস ঝলক, জসিম উদ্দিন, খায়রুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে শাকিব আল হাসান, তাহসিনা আক্তার রুমি প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেন, কানাইঘাট প্রি-ক্যাডেট স্কুল প্রতিষ্ঠার ১০ মাসের মধ্যে একটি সেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। স্কুলের বিজ্ঞ পরিচালকবৃন্দের নানামুখী শিক্ষামূলক কার্যক্রম গ্রহণ এবং কর্মরত শিক্ষকরা নিষ্ঠার সাথে পাঠদান করায় ইতিমধ্যে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধার দিক থেকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সৃজনশীল কর্মকান্ডের মাধ্যমে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে স্কুলের শিক্ষার্থীরা সকলের নজর কাড়তে সক্ষম হয়েছে। অনুষ্ঠান শেষে ৩৯টি ইভেন্টের বিজয়ী শতাধিক শিক্ষার্থীদের হাতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়