Sunday, October 29

কানাইঘাট চরিপাড়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট চরিপাড়া স্কুল এন্ড কলেজের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি কুচক্রি মহলের অপপ্রচারের প্রতিবাদে এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় স্কুল সংলগ্ন স্থানীয় লোভারমুখ বাজারে প্রায় দুই ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, চরিপাড়া স্কুল এন্ড কলেজ অর্ধশত বছরের সিলেটের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। উক্ত স্কুলের শত শত শিক্ষার্থীরা আজ সরকারের উচ্চ পর্যায়ে কর্মরত থাকার পাশাপাশি নানা ভাবে সু-প্রতিষ্ঠিত। স্বনামধন্য এই বিদ্যাপীঠকে ধ্বংস করার জন্য একটি প্রভাবশালী কুচক্রী মহল বর্তমানে নানা ভাবে স্কুলের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। স্কুল বিরোধী যে কোন ধরনের অপতৎপরতা জীবন দিয়ে হলেও স্কুলের সাবেক শিক্ষার্থীরা প্রতিহত করবে বলে মানববন্ধনে বক্তারা বলেন। স্কুরের প্রাক্তন ছাত্র তারেকুল ইসলাম মারুফের সভাপতিত্বে ও নুরুল আম্বিয়ার পরিচালনায় মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী কিবরিয়া চৌধুরী, কয়ছর আহমদ, ফখর উদ্দিন, আব্দুল হেকিম, সালেহ আহমদ, গিয়াস উদ্দিন, সালমান আহমদ ফাহাদ, আব্দুল কাহির, ইমরান আহমদ, তোফায়েল আহমদ, জুবায়ের আহমদ তুহিন, সাদিকুর রহমান, কামরুজ্জামান, রুমান, সাঈদুল ইসলাম, আদনান সামি, জসীম উদ্দিন, হেলাল আহমদ, জাহাঙ্গীর আলম, মাহফুজ আহমদ, মাজেদুল ইসলাম, মায়রুফ আহমদ, শাহাব উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়