Tuesday, October 10

কানাইঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সাবেক সাংসদ কাহির চৌধুরী’র মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সিলেট-৫ আসনের সাবেক সাংসদ বিশিষ্ট সমাজসেবী প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আব্দুল কাহির চৌধুরী দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাহির চৌধুরী মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, দেশে বর্তমানে ক্রান্তিকাল চলছে। সকল দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে করে নিরপেক্ষ একটি সরকারের অধীনে অনুষ্ঠিত হয় এজন্য সমাজের দর্পন সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। দেশের প্রতিটি প্রেক্ষাপটে সাংবাদিকরা দেশ ও জাতির পক্ষে অবস্থান নিয়ে তাদের লেখনির মাধ্যমে গণতান্ত্রিক দ্বারা অব্যাহত রাখতে এবং সকল মত ও পথের মানুষ যাতে করে তাদের সাংবিধানিক অধিকার ও সভা-সমাবেশ করতে পারেন এজন্য এজন্য সাংবাদিকরা সব সময় ভূমিকা রেখেছেন। তিনি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, বিএনপি সহ সমমনা বিরোধী দল দেশবাসীর পক্ষে সোচ্চার হয়ে গণতান্ত্রিক দ্বারা বজায় রাখতে কোথাও কোন ধরনের সভা সমাবেশ করতে পারছে না। আগামী সংসদ নির্বাচন নিরপেক্ষ হবে না এমন অবস্থা দেশে বিদ্যমান। ইতিমধ্যে নির্বাচন কমিশনের সাথে যে কটি দল নির্বাচন নিয়ে মতবিনিময় করেছে, সবাই সেখানে একটি নিরপেক্ষ প্রশাসন ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্বাচনের দাবী জানিয়েছেন। প্রতিটি দলের অংশ গ্রহণে নির্বাচন নিশ্চিত করার জন্য জাতির অভিভাবক সাংবাদিকরা যেন ভূমিকা রাখেন সেই প্রত্যাশা দেশবাসীর। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি নেতা আব্দুল কাহির চৌধুরী বলেন, দল তাকে সিলেট-৫ আসন থেকে মনোনয়ন দিলে তিনি নির্বাচন করবেন। কানাইঘাট-জকিগঞ্জ বিএনপিকে শক্তিশালী করার জন্য তিনি মাঠ পর্যায়ে দলকে সু-সংঘটিত করার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান। তিনি কানাইঘাট প্রেসক্লাবের নানামুখী কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এ প্রতিষ্ঠানটি কানাইঘাটবাসী ঐক্যের বন্ধন সৃষ্টি করেছে। কানাইঘাটের দাবী-ধাওয়া, সমস্যা-সম্ভাবনা’র কথা সব সময় কর্মরত সাংবাদিকরা তাদের লেখনির মাধ্যমে তুলে ধরছেন। প্রেসক্লাবের বিরাজমান সমস্যা নিরসনে এবং একটি নতুন ভবন নির্মাণে প্রেসক্লাবের আজীবন সদস্য আব্দুল কাহির চৌধুরী সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রেসক্লাবের কার্যক্রম আগামী দিনে আরো বিকশিত হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সাবেক ছাত্রনেতা হাজী জসীম উদ্দিন, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী আব্দুল হেকিম, পৌর বিএনপির সহ সভাপতি হাজী আবুল বাশার, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারভেজ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রুবেল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর.এ বাবলু,উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য দেলোয়ার হোসেন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আহমদ, ছাত্রদল নেতা আল-আমিন, শফিক আহমদ, মাতাব উদ্দিন, ফখরুল ইসলাম, নজরুল, ইমরান, মতিন, শাহিদ, সুহেল, রুবেল, ফয়েজ প্রমুখ। মতবিনিময় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, ক্রীড়া, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সদস্য বাবুল আহমদ, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সুজন চন্দ অনুপ, সহযোগী সদস্য মুমিন রশিদ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়