Thursday, September 14

উপজেলা প্রশাসনের সাথে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকতা তাহসিনা বেগমের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে প্রশাসনের মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডাক্তার ফয়াজ আহমদ, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে কৃষি কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, ভেটেনারী সার্জন ডাঃ মাসুদ আহমদ, উপজেলা প্রকৌশলী একেএম রিয়াজ মাহমুদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, সমবায় কর্মকর্তা জামাল উদ্দিন, ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ। প্রেসক্লাবের নব নির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, বর্তমান সভাপতি শাহজাহান সেলিম বুলবুল, সহ সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, বর্তমান সহ সম্পাদক আব্দুন নুর, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া সাংস্কৃতিক ও প্রকশনা সম্পাদক মাহবুুবুর রশিদ, কার্যনির্বাহী কমিটির সদস্য বাবুল আহমদ, কাওছার আহমদ, কর্মরত সাংবাদিকদের মধ্যে আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, মুমিন রশিদ, সুজন চন্দ অনুপ প্রমুখ। বিজিবি, আনসার বিডিপির কর্মকর্তা সহ বিভিন্ন দফতরের সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সফলতা কামনা করে শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ কানাইঘাটকে একটি মডেল ও আদর্শ উপজেলায় পরিণত করতে সব সময় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতার মাধ্যমে এলাকার আত্মসামাজিক উন্নয়নে অবদান রেখে যাচ্ছেন। কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা সব সময় মানুষের সুখ, দুঃখ, উন্নয়ন ও সম্ভাবনার পক্ষে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি প্রেসক্লাবের উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম তার বক্তব্যে বলেন, কানাইঘাটের কর্মরত সাংবাদিকরা অত্যন্ত দক্ষ, সৎ ও নিষ্ঠাবান, দেশ ও জাতির স্বার্থে সব সময় জনসাধারণের জন্য সরকারের নেওয়া উন্নয়ন ও সেবা মূলক কর্মকান্ড মিডিয়ায় তুলে ধরছেন। সবসময় নেতিবাচক সংবাদ পরিহার করে ইতিবাচক সংবাদ প্রকাশ করে থাকেন কানাইঘাটের সাংবাদিকবৃন্দ। প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে উপজেলা পরিষদ থেকে আর্থিক সহযোগিতা প্রদান এবং অতিতের ন্যায় কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নিতে সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকরা সোচ্চার ভূমিকা পালন, প্রশাসনকে সর্বক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়