Wednesday, September 20

কানাইঘাট উপজেলা পরিষদের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ অনুদান প্রদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা পরিষদের রাজস্ব ফান্ড থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ২টায় উপজেলা সম্মেলন কক্ষে কানাইঘাট সদর ইউপি ও পৌরসভা, ৫নং বড়চতুল এবং ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির অর্ন্তগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নগদ ২ লক্ষ টাকা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদের সভাপতিত্বে ও দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজলের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংবাদিক আলিম উদ্দিন, শাহীন আহমদ প্রমুখ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী মেধাবী শিক্ষার্থীদের দেশ ও জাতির সম্পদ উল্লেখ করে তাদের আগামী দিনের সুনাগরিক হিসাবে গড়ে তুলার জন্য শিক্ষকদের মৌলিক শিক্ষার পাশাপাশি আন্তরিকতার সহিত পাঠদান করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ^কে জয় করতে হলে অবশ্যই লেখাপড়া করতে হবে, দেশ ও জাতির মুখে হাসি ফুটানোর জন্য এবং পরিবারের প্রত্যাশা পূরনে অবশ্যই তোমাদেরকে এগিয়ে যেতে হবে। উপজেলা পরিষদের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আগামী দিনে বৃত্তির আর্থিক অনুদান বৃদ্ধি করার ঘোষনা দেন। অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে নগদ ২ হাজার টাকা করে অনুদান তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়