Wednesday, September 20

দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কানাইঘাট উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা বুধবার দুপুর ১২টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে উপজেলার ৩১টি পূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান, পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড সদস্য আলমাছ উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, সুরইঘাট বিজিবি ক্যাম্পের কমান্ডার নুর আক্তার, ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, মামুন রশিদ মামুন, আলী হোসেন কাজল, আবুল হোসেন চতুলী, উপজেলা
কৃষি কর্মকর্তা মুনসী তোফায়েল হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর, জেলা পূজা উদ্যাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রিংকু চক্রবর্তী, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ভানু লাল দাস, সাধারণ সম্পাদক ভজন লাল দাস, পরিষদের সাবেক সভাপতি সলিল চন্দ্র দাস, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক খলিল আহমদ, নারী নেত্রী রুবি রানী চন্দ, পৌর কাউন্সিলর শরিফুল হক, বিলাল আহমদ, শাহাব উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ। প্রস্তুতি মূলক সভায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে কানাইঘাটের ৩১টি পূজা মন্ডপে ধর্মীয় ভাবগম্ভীর ও উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দূর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে সভায় বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। পূজা মন্ডপের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, যুগ যুগ ধরে কানাইঘাটে ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে শ্রী শ্রী দুর্গাপূজা সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান তারা পালন করে আসছেন। প্রশাসনের পাশাপাশি সবাই তাদের ধর্মীয় উৎসব পালনে সহযোগিতা করে আসছেন। সভা শেষে সাতবাঁক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মস্তাক আহমদ পলাশ ৩১টি পূজা মন্ডপে বিদ্যুতের বিকল্প হিসাবে প্রতিটি মন্ডপে ১টি করে উন্নমানের চার্জার লাইট সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন। উল্লেখ্য যে, গত বছর দুর্গাপূজায় মস্তাক আহমদ পলাশ প্রতিটি মন্ডপে নিরাপত্তা বিধানের লক্ষ্যে হ্যান্ডমেটাল ডিটেক্টর প্রদান করেছিলেন। এছাড়া সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ এক হাজার টাকা করে প্রতিটি মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়