Wednesday, September 20

নেইমারের সততার অভাব: বার্সা সভাপতি

নেইমারের সততার অভাব: বার্সা সভাপতি
কানাইঘাট নিউজ ডেস্ক: দল বদলের পর থেকেই নেইমারের পিছু নিয়েছেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার  সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ।

নেইমারও চুপ থাকেননি। বার্সা সভাপতিকে জবাব দিয়েছেন।

এবার নেইমারের সততা নিয়ে প্রশ্ন তুললেন জোসেপ মারিয়া বার্তোমেউ। নেইমারের উদ্দেশে বার্তোমেউ বলেন, ‘আমরা তাদের (নেইমার ও তার উপদেষ্টাদের) খুব বেশি বিশ্বাস করেছিলাম। একজন খেলোয়াড় যখন চলে যেতে চায় তখন তাকে অবশ্যই সৎ থাকতে হবে, যেমনটা আলেক্সিস সানচেজ, পেদ্রো কিংবা সেস ফাব্রেগাস ছিল। তবে নেইমারের সেটার ঘাটতি ছিল’

উল্লেখ্য, গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে নেইমার গোল করেছেন একশর বেশি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়