Home » » ছবি দেখার আগেই চমক চাননি আমির

ছবি দেখার আগেই চমক চাননি আমির

Kanaighat News on Wednesday, September 20, 2017 | 8:02 PM

ছবি দেখার আগেই চমক চাননি আমির

কানাইঘাট নিউজ ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ছবির শুটিং’য়ের কিছু দৃশ্য। তাতে আমিরকে দেখে চমকে গেছেন সবাই!

জুম টিভির খবরে জানা যায়, ফাঁস হওয়ার সঙ্গে সঙ্গেই আমিরের ছবিগুলো ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়। আর ছবিগুলো ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার প্রধান কারিগর আমিরের ভক্তরা।

তবে এ ঘটনায় মোটেও খুশি হতে পারেননি আমির। আমির চেয়েছিলেন, দর্শক চমকটা পাক ছবি দেখার সময়।

তবে যতই ছবির ব্যপারে লুকোচুরি করুন না কেন আমির, তথ্য ফাঁস হচ্ছেই। একটি সূত্র থেকে জানা যায়, ‘ছবির একটি দৃশ্যে আমিরের সঙ্গে তরবারির যুদ্ধে অবতীর্ণ হতে দেখা যাবে অমিতাভ বচ্চনকে।

ছবিতে আমিরের এমন রূপ দেখে অনেক ভক্তই তাকে তুলনা করছেন জনপ্রিয় হলিউড সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর টাইরিওন ল্যানিনস্টেরের সঙ্গে। ছবিটি মুক্তি পাবে আগামী বছর। বলিউড সংশ্লিষ্টদের ধারণা, ছবি ফাঁস হওয়ার কারণে আগ্রহ বাড়বে দর্শকদের।  

আমির খান ছাড়াও ছবিতে অভিনয় করছেন ফাতিমা সানা শেখ, বিগ বি অমিতাভ বচ্চন ও ক্যাটরিনা কাইফ।

উল্লেখ্য, সিনেমার লুক ফাঁস হওয়া বিষয়টিকে সহজ ভাবে নেননি আমির খান। পরবর্তীতে যেন এমন ঘটনা না ঘটে এ জন্য শুটিং সেটে নিরাপত্তা জোরদার করেছেন তিনি।
Share this article :

Post a Comment

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়

 
সম্পাদক মন্ডলীর সভাপতি: মো:মহিউদ্দিন,সম্পাদক : মাহবুবুর রশিদ,নির্বাহী সম্পাদক : নিজাম উদ্দিন। সম্পাদকীয় যোগাযোগ : শাপলা পয়েন্ট,কানাইঘাট পশ্চিম বাজার,কানাইঘাট,সিলেট।+৮৮ ০১৭২৭৬৬৭৭২০,+৮৮ ০১৯১২৭৬৪৭১৬ ই-মেইল :mahbuburrashid68@yahoo.com: সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত কানাইঘাট নিউজ ২০১৩