Thursday, September 28

কানাইঘাট উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে সভা


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড জনসাধারণের কাছে তুলে ধরার পাশাপাশি কানাইঘাটকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এক সভা বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর বিকেল ২টায় কানাইঘাট মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের যথাক্রমে যুগ্ম আহ্বায়ক উপাধ্যক্ষ লোকমান হোসেন, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, জালাল আহমদ, অলিউর রহমান, এডভোকেট আব্দুস সাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, এডভোকেট মামুন রশিদ, সাবেক প্যানেল মেয়র ফখরুদ্দিন শামীম। সভায় উপজেলা আ’লীগের ৯জন যুগ্ম আহ্বায়কের উপস্থিতিতে সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের সবাইকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘদিন ধরে সাংগঠনিক ভাবে ঝিমিয়ে পড়া উপজেলা আ’লীগের সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরো শক্তিশালী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার জন্য সভা সমাবেশ এবং কানাইঘাটকে দুর্নীতিমুক্ত একটি উপজেলায় পরিণত করতে সভায় বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী শনিবার উপজেলা আ’লীগের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মীদের নিয়ে পূজামন্ডপ পরিদর্শন করবেন বলে উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপরোক্ত সিন্ধান্তের কথা জানিয়েছেন।(প্রেস বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়