Thursday, September 7

নকিয়া নতুন ফোনে ১০ জিবি র‌্যাম, শক্তিশালী ব্যাটারি

নকিয়া নতুন ফোনে ১০ জিবি র‌্যাম, শক্তিশালী ব্যাটারি
কানাইঘাট নিউজ ডেস্ক: শক্তিশালী ব্যাটারি ও কনফিগারেশনে বাজারে আসছে নকিয়ার নতুন ফোন। মডেল নকিয়া জেনজুটসু। এই ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১০ জিবি র‌্যাম ব্যবহার করা হয়েছে। ফোনটি এই বছরের ডিসেম্বর মাস নাগাদ বাজারে আসার কথা রয়েছে।

নকিয়ার নতুন এই ফোনটিতে ৫০০ জিবি রম ব্যবহার করা হবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে রম আরও ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে থাকছে ফোরকে রেজুলেশন সম্বলিত ৬ ইঞ্চির ডিসপ্লে।

ফোনটি ১০ জিবি র‌্যামের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ভার্সনেও পাওয়া যাবে। এছাড়াও ফোনটিতে ২৫৬ জিবি রম ভার্সনেও পাওয়া যাবে। নকিয়ার নতুন এই ফ্লাগশিপ ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর ব্যবহার করা হবে।

নকিয়া জেনজুটসু ফোনটির প্রত্যাশিত মূল্য ধরা হয়েছে ৮৫৯ ডলার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়