Saturday, September 16

কানাইঘাট সড়কের বাজার শাখা অটোটেম্পু-অটোরিক্সা চাকল শ্রমিক জোটের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা অটোটেম্পু-অটোরিক্সা চালক শ্রমিক জোট চট্ট-২০৯৭’র অর্ন্তভুক্ত কানাইঘাট সড়কের বাজার স্ট্যান্ড শাখার ত্রিবার্ষিক নির্বাচন শনিবার কানাইঘাট থানা পুলিশের উপস্থিতিতে বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে দিঘীরপাড় ইউপি কমপ্লেক্স হলে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩৪৫ জন ভোটারের মধ্যে ৩৩৫ জন তালিকাভুক্ত চালক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মুসলিম উদ্দিন (ছাতা) প্রতীক নিয়ে ১৭৪, সহ সভাপতি পদে আব্দুল মালিক (বাস) প্রতীকে ১৪৬, সাধারণ সম্পাদক মোঃ আলকাছ উদ্দিন (অটোরিক্সা সিএনজি) প্রতীকে ১৫১, সহ সম্পাদক মোঃ আবুল হোসেন (মোটর সাইকেল) প্রতীকে ২৭৭, সাংগঠনিক সম্পাদক সেলিম আহমদ (প্রজাপতি) ১৭৩, কোষাধ্যক্ষ ফয়ছল আহমদ (জাহাজ) ১৬৪, সদস্য পদে মোঃ মিজানুর রহমান (মোমবাতি) প্রতীকে ১৬১, মোঃ মিসবাহুল আলম (মাছ) প্রতীকে ১২৬ ও মোঃ শরিফ উদ্দিন (উড়োজাহাজ) প্রতীকে ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শাহীন আহমদ, মুমিন রশিদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের সিলেট জেলা কার্যকরি কমিটির সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, স্থানীয় নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আব্দুল মন্নান, বাবুল আহমদ, বদরুল, আলম। নির্বাচন শেষে বিজয়ীদের নিয়ে স্থানীয় সড়কের বাজারে শ্রমিকরা আনন্দ মিছিল করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়