Saturday, September 16

যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ফয়জুল হকের সাথে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের কৃতি সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ ফয়জুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রবাসী ফয়জুল হকের নিজ বাড়ী কানাইঘাট জুলাই মাঝরচটি গ্রামে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কোষাধ্যক্ষ মিসবাহুল ইসলাম চৌধুরী, সদস্য শাহীন আহমদ ও সহযোগী সদস্য মুমিন রশিদ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা সমাজসেবক ফয়জুল হকের সামাজিক মূলক কর্মকান্ডে প্রশংসা জানিয়ে বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনৈতিক কর্মকান্ডের মূল চালিকাশক্তি। প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে একদিকে যেমন আমাদের জীবনমানের পরিবর্তন ঘটছে সেই সাথে বিভিন্ন সামাজিক মূলক কর্মকান্ডে প্রবাসীরা তাদের সহযোগিতার হাত প্রসারিত করে নিজ এলাকার উন্নয়নে বড় ধরনের অবদান রেখে যাচ্ছেন। ফয়জুল হক সূদুর যুক্তরাষ্ট্র থেকে সেখানে বাংলাদেশী প্রবাসী কমিউনিটি বিভিন্ন দাবী-দাওয়া বাস্তবায়নের সাথে জড়িত থাকার পাশাপাশি নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও আত্মসামাজিক উন্নয়নে যে অবদান রেখে যাচ্ছেন, এজন্য প্রেসক্লাব নেতৃবৃন্দ তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসী ফয়জুল হক কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, সুদূর প্রবাসে থেকে দেশের সকল সংবাদের পাশাপাশি জন্মভূমি কানাইঘাটের বিভিন্ন সংবাদ আমরা তথ্য প্রযুক্তির এই যুগে সহজে পেয়ে থাকি। তিনি কানাইঘাট প্রেসক্লাবের উন্নয়নে তার পক্ষ থেকে সহযোগিতার আশ^াস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়