Thursday, September 7

কানাইঘাট সড়কের বাজার স্বেচ্ছাসেবকলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট সড়কের বাজার  স্বেচ্ছাসেবকলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সড়কের বাজার স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য, দিঘীরপাড় ইউপি আওয়ামীলীগের সভাপতি ও দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র যুগ্ম- আহবায়ক আব্দুল ওয়াদুদ দুদু,উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক গোলাম মস্তফা রাসেল,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম,সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম মামুন উদ্দিন,জেলা ছাত্রলীগের সহ- সম্পাদক আহমেদুল কবির মান্না,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আল মাহমুদ ছাবিল, ধর্ম সম্পাদক আরাফাত সাঈদ,উপ ক্রীড়া বদরুল আলম,পাঠাগার সম্পাদক সিব্বির আহমদ, সহ সম্পাদক পঞ্চম নম,শ্রমিকলীগ ৩ নং ইউপি সভাপতি মুসলিম উদ্দিন,সড়কের বাজার স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দের মধ্যে শাখার সাবেক সভাপতি মাছুম আহমদ ও সাংগঠনিক সম্পাদক লিটন, সহ-সভাপতি ইসমাইল, নিজাম,কামরুল, রুহুল,নুর,মুতি,রাসেল,আব্দুর রহমান, সালেক,রহিম,বাহার,জহির,ইসলাম,মামুন,শাহিন,দুলাল,প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে আবারো জননেত্রী শেখ হাসিনার সরকারকে বিজয়ী করে ক্ষমতায় নিয়ে আসতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়