Thursday, September 7

মায়ানমারে মুসলমান হত্যার প্রতিবাদে কানাইঘাট ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল


কানাইঘাট নিউজ ডেস্ক: নারকীয় হত্যার হাত থেকে প্রাণে বাচঁতে মিয়ানমার থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি পথে বাংলাদেশে আশ্রয়ের খুজে বানের জোয়ারের মতো আসতে চায় রোহিঙ্গা মুসলমানরা। অনাহার-অর্ধাহারে রাত-দিন দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে মৃত্যুবরণ করছে তারা। ক্ষুধা ও অসুস্থতায় চিকিৎসার অভাবে মৃত্যু হচ্ছে তাদের। এমন করুণ পরিণতি নিয়ে বাংলাদেশে পৌঁছার পরও বিজিবি তাদের নৌকা সহ নানা অজুহাত দেখিয়ে ফিরিয়ে দিচ্ছে। জেনে শোনে মৃত্যুর মুখে তাদের ফিরিয়ে দেওয়া কেমন মানবতা।বৃহস্পতিবার বিকাল ৫ টায় সিলেটের কানাইঘাট উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদিস মাও উবায়দুল্লাহ ফারুক। তিনি রোহিঙ্গাদের সাময়িক আশ্রয় দিতে বাংলাদেশ সরকারের প্রতি সীমান্ত খুলে দেওয়ার আহবান জানিয়ে বলেন দেড় লক্ষ রোহিঙ্গার আশ্রয় হলে বাকিদেরও আশ্রয় হবে বাংলার জমিনে। আপনি তাদের আশ্রয় দিন। খাবারের ব্যবস্থা আমরা করবো। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। সেই সাথে তিনি মুসলিম বিশ্বের নেতাদের জেগে উঠার আহবান জানিয়ে বলেন অন্য ধর্মের লোকদের বেলায় এমন হলে বাংলাদেশের সমস্ত সীমান্তের গেইট এতো সময়ে খুলে দেওয়া হত। কিন্তু আজ বিশ্ব বিবেক নিরব। তিনি সুচিকে হুশিয়ারী উচ্চারন করে বলেন অবিলম্বে মুসলমানদের রক্ত নিয়ে খেলা বন্ধ করুন। এ সময় ছাত্র জমিয়ত বাংলাদেশ কানাইঘাট উপজেলার শাখার সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্ব ও পৌর শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওঃ জয়নুল আবেদীন, উপজেলা জমিয়তে উলামা ইসলামের নির্বাহী সভাপতি মাওঃ নুর আহমদ কাসেমী, সাধারন সম্পাদক ও ২০ দলীয় জোটের সচিব মুফতি এবাদুর রহমান, সহ সাধারন সম্পাদক মাওঃ সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ হেলাল আহমদ, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক ফয়েজ উদ্দিন, জেলা যুব জমিয়তের সহ সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ সাংগঠনিক সম্পাদক এনামুল হক, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বর্তমান সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম খালেদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারন সম্পাদক গিয়াছ উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়