Sunday, September 3

মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস

মা হলেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস

কানাইঘাট নিউজ ডেস্ক: মা হলেন সেরেনা উইলিয়ামস।  শুক্রবার ফ্লোরিডায় কন্যা সন্তানের জন্ম দিলেন ৩৬ বছর বয়সী টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। বুধবার ওয়েস্ট পালম বিচের সেন্ট মেরিস মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছিলেন সেরেনা।

সেরেনার মা হওয়ার কথাটি নিশ্চিত করেছেন তাঁর কোচ প্যাট্রিক মৌরাতগ্ল। সেরেনার বোন ভেনাস উইলিয়াম এ ব্যাপারে বলেন, ‘এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সত্যিই আমি খুবই খুশি।’

সেরেনাকে শুভেচ্ছা জানিয়েছেন সতীর্থ খেলোয়াড়রাও। রাফায়েল নাদাল টুইটে লেখেন, ‘সেরেনা তোমাকে অনেক শুভেচ্ছা। সত্যি এটা খুশির খবর।’

এ বছর জানুয়ারিতে শেষবার কোর্টে নেমেছিলেন সেরেনা। অস্ট্রেলিয়ান ওপেনে খেলেছিলেন এই টেনিস তারকা। শুধু তাই নয়, সপ্তম অস্ট্রেলিয়ান ওপেন জিতে ভেঙেছিলেন স্টেফি গ্রাফের রেকর্ড।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়