কানাইঘাট নিউজ ডেস্ক:
বৃটেনে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলাদেশী শিল্পপতি সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান ও কেন্দ্রীয় জাতীয় জাতীয় পার্টির নির্বাহী সদস্য এম. জাকির হুসেন আগামী ২৮ আগস্ট লন্ডন থেকে একটি বিমানে ঢাকা পৌঁছবেন।
এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন- আগামী ২৯ আগস্ট গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসায় এম. জাকির হুসেন হিফজুল ক্বোরআন প্রতিযোগীর পুরস্কার বিতরণ ও ক্বিরাত সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতেই আমি সল্প সময়ের জন্য দেশে আসবো।
তিনি দেশে থাকাকালে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান ও জাতীয় পার্টির চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ এরশাদ এবং বিরোধী দলীয় হুইপ রওশন এরশাদের সাথে দেখা করার কথাও রয়েছে।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৫ আসনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে লড়তে স্থানীয় জাপা নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।
খবর বিভাগঃ
সারাদেশ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়