Monday, August 21

কানাইঘাট দক্ষিণ বাজার অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন চট্ট- ৭০৭ শাখার অর্ন্তভুক্ত কানাইঘাট দক্ষিণ বাজার শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সোমবার স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ শরিফ উদ্দিন (অটোরিক্সা সিএনজি) ৩৭৫ ভোট, সহ সভাপতি পদে মোঃ শহিদ আহমদ (হাতি) ৩০৬, সাধারণ সম্পাদক পদে মোঃ জিয়া উদ্দিন (খেজুরগাছ) ২৬৩, সহ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন (এনার্জি বাল্ব) ২৫০, সাংগঠনিক সম্পাদক পদে বোরহান উদ্দিন (রিক্সা) ৩২৮, সদস্য পদে জালাল আহমদ ভূঁইয়া (মোরগ) ২৫৪, সেবুল আহমদ (মই) ২৫৩, ইকবাল হোসেন (টিউবওয়েল) ১৮১ ও শিহাব উদ্দিন (দেয়ালঘড়ি) ১৬১টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ৬৪৭ জন ভোটারের মধ্যে ৬০০ জন নিবন্ধিত অটোরিক্সা শ্রমিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের নেতা নির্বাচিত করেছেন। নির্বাচনে সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার ও সাংগঠনিক সম্পাদক ইকবাল আহমদ সহকারী নির্বাচন কমিশনার, প্রিজাডিং এর দায়িত্ব পালন করেন দক্ষিণ বাজার শাখার বর্তমান সভাপতি হাদে হোসেইন, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন ও উত্তর বাজার শাখার সভাপতি ফিরোজ আহমদ। নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকশনা সম্পাদক সাতবাঁক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, উপজেলা আ’লীগের অাহবায়ক লুৎফুর রহমান, পৌর আ’লীগের অাহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক নাজমুল ইসলাম হারুন, সদর ইউপি আ’লীগের আহবায়ক হোসেন আহমদ, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ রাজনৈতিক, সামাজিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়