Monday, August 21

কানাইঘাটে সীমান্তিকের এ্যাডভোকেসি সভা


নিজস্ব প্রতিবেদক: ইউএসএআইডি এর অর্থায়নে এসএমসি’র সহযোগিতায় এবং এনজিও সংস্থা সীমান্তিকের পরিচালনায় সীমান্তিকের “নতুন দিন” প্রজেক্টের উদ্যোগে সোমবার কানাইঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলায় নতুন দিনের প্রজেক্টের কার্যক্রম তুলে ধরে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগমের সভাপতিত্বে ও নতুন দিনের জেলা টিম লিডার আব্দুল হামিদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীমান্তিকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যা মাওঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন, কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, পূবালী ব্যাংকের কানাইঘাট শাখার ব্যবস্থাপক কবির আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নুর। বক্তব্য রাখেন, নতুন দিনের ফিল্ড সুপারভাইজার মোঃ কামরুজ্জামান, জেলা একাউন্স অফিসার সিরাজুল ইসলাম, কনিকা বিশ্বাস। উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা ও এনজিও কর্মীরা। শুভেচ্ছা বক্তব্যে সীমান্তিকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল আহাদ বলেন, ১৯৮৯ সালে ৭২ জন সদস্য নিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির এনজিও সংস্থা সীমান্তিক প্রতিষ্ঠা করেছিলেন। কাজের ধারাবাহিক সাফল্যের মাধ্যমে আজ সীমান্তিক সারাদেশে দাতা গোষ্ঠী এবং সরকারের অর্থায়নে গ্রামীণ জনপদে মা ও শিশুর স্বাস্থ্য সেবা সহ নানা ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে একটি সফল সংস্থায় পরিণত হয়েছে। সীমান্তিকের নতুন দিন প্রজেক্টের সেবা মূলক কার্যক্রম তুলে ধরে তা বাস্তবায়নের জন্য তিনি কানাইঘাট উপজেলার সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ সহ সকলের প্রতি আহ্বান জানান। প্রধান অতিথির বক্তব্যে আশিক উদ্দিন চৌধুরী বলেন, সীমান্তিক কানাইঘাট সহ সিলেটের বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য সেবা মূলক যেসব কার্যক্রম হাতে নিয়েছে তা অত্যন্ত সফল ভাবে বাস্তবায়িত হচ্ছে। তিনি কানাইঘাটে নতুন দিনের কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়