Monday, August 28

'ক্ষতিকর পশু বিক্রি হলে কঠোর ব্যবস্থা'

'ক্ষতিকর পশু বিক্রি হলে কঠোর ব্যবস্থা'
কানাইঘাট নিউজ ডেস্ক: রাজধানীতে পশু কুরবানির পর দ্রুত শহর পরিষ্কার করার সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, 'আসন্ন ঈদে কোরবানির বর্জ্য পরিষ্কারে জন্য সাড়ে তিনশ গাড়ি ও ১২ হাজার পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত আছেন। এছাড়া দেড় লক্ষাধিক ব্যাগ ও ৫ টন ব্লিচিং পাউডার বিতরণের কাজ চলছে।'

সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

এছাড়া এবার কোরবানির হাটে  অসুস্থ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পশু বিক্রি করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ারি উচ্চারণ করেন দক্ষিণের মেয়র। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়