Sunday, August 27

মিয়ানমারে উত্তেজনা অব্যাহত, নিহত ৯৮

মিয়ানমারে উত্তেজনা অব্যাহত, নিহত ৯৮

কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্য উত্তেজনা অব্যাহত রয়েছে। এখনও পর্যন্ত সেখানে ৯৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ওই রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে সহিংসতা বৃদ্ধি পেতে থাকায় সেখান থেকে অন্তত চার হাজার অমুসলিমকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে মিয়ানমার সরকার।

দ্য আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (এআরএসএ) শুক্রবারের হামলার দায় স্বীকার করে আরো হামলা চালানোর হুমকি দিয়েছে। মিয়ানমারের নেত্রী অং সান সুচি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

শুক্রবার ভোরের আগে রোহিঙ্গা বিদ্রোহীরা রাখাইন রাজ্যরে ৩০টি পুলিশ চেকপোস্ট ও একটি সেনা ঘাঁটিতে সমন্বিতভাবে হামলা চালায়।

অং সান সুচির কার্যালয় জানিয়েছে, সংর্ঘষের ঘটনায় এক সৈন্য, এক অভিবাসন কর্মকর্তা ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছে। তাদের সঙ্গে সংঘর্ষে ৮৬ রোহিঙ্গা বিদ্রোহী মারা গেছে।

রাখাইনে হামলার মাত্র একদিন আগেই সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানসহ মৌলিক অধিকার রক্ষার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানায় ‘অ্যাডভাইজরি কমশিন’।

জাতিসংঘের সাবেক মহাসচবি কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশন এক প্রতিবেদনে আরো জানায়, মানবাধিকারের প্রতি সম্মান না দেখালে রোহিঙ্গা এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠী কট্টরপন্থার দিকে ধাবিত হতে পারে।

এদিকে গতকাল সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে ১৪৬ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদশে (বিজিবি)। টেকনাফ সীমান্তে বিজিবি’র পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়