Monday, July 31

কানাইঘাটে ময়না তদন্তের জন্য ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন


নিজস্ব প্রতিবেদক: আদালতে মামলা দায়েরের প্রেক্ষিতে কানাইঘাটে ১৮ দিন পর কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। সিলেট জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ারের নির্দেশে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্যের উপস্থিতিতে দিঘীরপার পূর্ব ইউপির দর্পনগর পশ্চিম নালুহারা গ্রামের ফজলুর রাহমানের পুত্র মিসবাউল ইসলাম (১৯) এর লাশ তার মামার বাড়ী লন্তিরমাটি গ্রামের পঞ্চায়েত কবরস্থান থেকে উত্তোলন করা হয়। কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া ও মিসবাউল ইসলাম হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই মোঃ আবুল মনসুর মির্জার উপস্থিতিতে লাশ উত্তোলনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন আচার্য লাশের প্রাথমিক রিপোর্ট তৈরী করার পর মিসবাহর লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওমেক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ কবর থেকে উত্তোলনের সময় তার আত্মীয় স্বজন ও এলাকার বিপুল সংখ্যক উৎসুক জনতা লন্তিরমাটি কবরস্থানে ভিড় জমান। প্রসঙ্গত, লন্তিরমাটি গ্রামের আপন মামা আনোয়ারুল হক চৌধুরীর বাড়ীতে মিসবাউল ইসলাম তার মা শাফিয়া বেগম চৌধুরীকে নিয়ে বসবাস করত। মামা আনোয়ারুল হক চৌধুরী ও মামাতো ভাইদের হাতে ধারাবাহিকভাবে নির্যাতনে মিসবাউল ইসলাম অসুস্থ হয়ে পড়লে সর্বশেষ মূমূর্ষু অবস্থায় তার মা শাফিয়া বেগম চৌধুরী ও আত্মীয় স্বজনরা তাকে গত ৬ জুলাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ দিন থাকার পর মিসবার শারিরীক অবস্থার কোন পরিবর্তন না হওয়ায় কর্তব্যরত ডাক্তার গত ১৩ জুলাই তাকে হাসপাতাল থেকে রিলিজ দেন। পরদিন ১৪ জুলাই গভীর রাতে মিসবাহ তার লন্তিরমাটি গ্রামের মামা আনোয়ারুল হক চৌধুরীরর বাড়ীতে মারা যায়। মিসবাহর লাশ সকল আনুষ্ঠানিকতা শেষে লন্তিরমাটি গ্রামের পঞ্চায়িতী গোরস্থানে দাফন করা হয়। দাফনের পর মিসবাহর পিতা নালুহারা গ্রামের ফজলুর রহমান তার পুত্রকে মামা আনোয়ারুল হক চৌধুরী ও তার ৩ পুত্রের নিষ্ঠুর নির্যাতনে মৃত্যু হয়েছে মর্মে গত ১৮ জুলাই সিলেট কানাইঘাট আদালতে সি.আর মামলা নং- ১৮৯/২০১৭ দায়ের করেন। পরে বিজ্ঞ আদালত দরখাস্ত মামলাটি এফ.আই.আর হিসাবে গণ্য করে আসামীদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানার ওসি মোঃ আব্দুল আহাদকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে আদালতের নিদের্শে মিসবাহর লাশ কবর থেকে আজ সোমবার উত্তোলণ করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়