Monday, July 31

কানাইঘাট থানার সাব-ইন্সপেক্টর জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট থানার সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জুয়েল বদলী জনীত কারণে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা হেডকোয়ার্টারে যোগদান উপলক্ষ্যে কানাইঘাট উপজেলার কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার রাতে স্থানীয় সাংবাদিকদের অস্থায়ী অফিস সুজন কম্পিউটারে উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও দৈনিক আমাদের সময় ও যুগভেরী পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সুজন চন্দ অনুপের পরিচালনায় বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি কানাইঘাট থানার সদ্য বিদায়ী সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জুয়েল। উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা জালাল আহমদ জনি, দৈনিক শুভ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলিম উদ্দিন আলিম, দৈনিক সিলেটের ডাক ও সংবাদ প্রতিদিনের কানাইঘাট প্রতিনিধি আলা উদ্দিন আলাই, দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি শাহীন আহমদ, দৈনিক সবুজ সিলেট পত্রিকার প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক সিলেট সুরমা পত্রিকার প্রতিনিধি মাহফুজ সিদ্দিকী, সুরামা মেইল ডট কম ও দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার প্রতিনিধি মুমিন রশিদ, দৈনিক মানচিত্র পত্রিকার প্রতিনিধি আহমেদুল কবির মান্না, টিটিভি ডট কমের প্রতিনিধি মোঃ দুদু মিয়া, কানাইঘাট বার্তার স্টাফ রিপোর্টর আলী হোসেন জনি প্রমুখ। সংবর্ধিত অতিথির বক্তব্যে থানার বিদায়ী সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জুয়েল তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় দুই বছরের অধিক সময়ে দায়িত্ব পালনের সময় থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ সহ কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের কাছ থেকে তিনি সব সময় সার্বিক সহযোগিতা পেয়েছিলেন। কানাইঘাটের মানুষ অত্যন্ত সহজ সরল ও ধর্মপ্রাণ উল্লেখ করে তিনি বলেন এখানে দায়িত্ব পালনের সকল মহলের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি, যা কখনও ভুলার নয়। সময় পেলে কানাইঘাটের ছুটে এসে আপনাদের সাথে মিলিত হব। নিষ্ঠার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করেছি তারপরও কোন ধরনের ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। সভাপতির বক্তব্যে কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন তার বক্তব্যে বলেন, পুলিশ হচ্ছেন জনগনের প্রকৃত বন্ধু, পুলিশের সেবার পরিধি বাড়ানো হয়েছে। পুলিশে আজ অনেক মেধাবী অফিসাররা দায়িত্ব পালন করছেন। যার কারণে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কানাইঘাট থানার বিদায়ী সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জুয়েল একজন নিষ্ঠাবান চৌকস পুলিশ অফিসার ছিলেন। তিনি সব সময় পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতেন। কানাইঘাটে দুই বছরের অধিক দায়িত্ব পালনের সময় পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম জুয়েলের বিরুদ্ধে জনগনের কোন ধরনের অভিযোগ পাওয়া যায় নি। সব সময় হাস্যেজ¦ল মুখ এবং পুলিশের কাছে সাধারণ মানুষ যে ধরনের সেবা প্রাপ্তির আশা করে তার সবটুকু বিদায়ী সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম জুয়েলের মধ্যে ছিল। তারপরেও পেশাগত দায়িত্ব পালনের সময় কোন সাংবাদিকের কাছ থেকে দুঃখ পেয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য কানাইঘাটের কর্মরত সাংবাদিকবৃন্দ তার প্রতি আহ্বান জানিয়ে উত্তরোত্তর পদোন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ অফিসার জাহাঙ্গীর আলম জুয়েলকে কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়