Friday, July 28

ম. আনফর আলীর ‘কাহিনী ও অব্যক্ত’ বইয়ের মোড়ক উন্মোচন


কানাইঘাট নিউজ ডেস্ক :: বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, কবি ও গীতিকাররা তাদের লিখনীর মাধ্যমে দেশের কল্যাণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। কবি ও গীতিকাররা তাদের কাজের মাধ্যমে মানুষের মন প্রফুল্ল রাখেন। তিনি বলেন, সাংবাদিক, কবি ও গীতিকার ম. আনফর আলী একজন সৎ ও নিষ্ঠাবান লেখক। তার লেখা বই থেকে নতুন প্রজন্মরা অনেক বিষয়ে শিখতে পারবে। বদর উদ্দিন আহমদ কামরান শুক্রবার বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে প্রকাশনা উৎসব উদযাপন কমিটি আয়োজিত সাংবাদিক, কবি ও গীতিকার ম. আনফর আলীর ‘কাহিনী ও অব্যক্ত’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সিলেট প্রেসক্লাব ও কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এবং কবি কামাল আহমদ ও কাজী জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও গবেষক আবদুল হামিদ মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস উন নুর, কবি লাভলী চৌধুরী, বাংলাদেশ পোয়েটস ক্লাবের কেন্দ্রীয় চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, দৈনিক সবুজ সিলেটের উপ-সম্পাদক আ.ফ.ম সাঈদ, সাপ্তাহিক টেমস সুরমার ভারপ্রাপ্ত সম্পাদক কবি সুমা জায়গীরদার। অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন বইয়ের লেখক ম. আনফর আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, ছড়াকার অজিত রায় ভজন, কবি ধ্রুব গৌতম, কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি নাজনিন আক্তার ঝর্ণা, কবি শাহীন উদ্দিন, কবি এখলাছুর রহমান এখলাছ, গীতিকার হরিপদ চন্দ, কবি মিজান মোহাম্মদ, কবি নিলুফা ইসলাম নিলু, কবি নাসির উদ্দিন, সৈয়দ মুক্তদা হামিদ, ছড়াকার মিনহাজ ফয়সল প্রমুখ। শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন মৌলভী শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী। স্বাগত বক্তব্য রাখেন এম আলী হোসাইন। মূল প্রবন্ধ পাঠ করেন কবি মাসুদা সিদ্দিকা রুহী। প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিক, কবি ও গীতিকার ম. আনফর আলীর ‘কাহিনী ও অব্যক্ত’ বইয়ের মোড়ক উন্মোচন করেন ভিক্ষুক মোসা মিয়া সহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়