Saturday, July 15

সালমানের ছয়টি বাজে সিনেমা

সালমানের ছয়টি বাজে সিনেমা

কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডে সালমান খানের ক্যারিয়ার ৯০ দশক থেকে শুরু। সিনেমায় তার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও তখনও পর্যন্ত তেমন সাড়া জাগানো ছবিতে অভিনয় করা হয়ে ওঠে নি তার। একটি সময় পর দেখা গেল, শুধু কমেডি ছবিতেই অভিনয় করে চলছেন সালমান।

এর মাঝে কিছু বিরতির পর ২০০৯ সালে ‘ওয়ান্টেড’ ছবিটির মাধ্যমে সুপারহিট ছবির মোহর লাগিয়ে বলিউডে ফেরেন নায়ক। এই ছবিটির মুক্তির পর থেকে বলিউডের বক্স অফিস নতুন করে কাঁপানো শুরু করেছিলেন সালমান খান।

এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি বলিউড ভাইজানকে। বক্স অফিসকে ১০০ কোটির ক্লাব থেকে তিনশ কোটির ক্লাব পর্যন্ত চিনিয়েছেন এই সালমানই। গতবছর ‘সুলতান’ ছবিটির মাধ্যমে যত প্রশংসা তিনি পেয়েছিলেন, এবারের ঈদে মুক্তি পাওয়া ‘টিউবলাইট’ ছবিটি ততই নিন্দা কুড়িয়েছে।

শুধু ‘টিউবলাইট’ নয়, এছাড়াও আরও বেশ কিছু চবিতে সালমান খান দর্শকদের চমক দিতে পারেন নি। বক্স অফিসের ব্যর্থতার পাশাপাশি তিনি বাজে অভিনেতার খেতাবও জিতেছিলেন সেই ছবিগুলোতে অভিনয়ের মাধ্যমে।

এক নজরে দেখে নিন সেসব সিনেমার নাম-

১. হ্যালো ব্রাদার

২. সালাম এ ইশক

৩. হার দিল জো প্যায়ার কারেগা

৪. ম্যায় অউর মিসেস খান্না

৫. কাহি প্যায়ার না হো যায়ে

৬. টিউবলাইট

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়