Thursday, July 13

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি ক্যানসারে ভুগছিলেন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

হাই কোর্ট বিভাগের এই বিচারপতি ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

১৯৫৬ সালে ঢাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বিচারপতি আনোয়ারুল হকের জন্মগ্রহণ করেন। ১৯৮১ সালে ১ ডিসেম্বর তিনি মুনসেফ (সহকারী জজ) হিসেবে বিচার বিভাগে যোগ দেন। ২০১০ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে তিনি অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১২ সালের ১০ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। 
সূত্র: বিডি লাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়