Tuesday, December 9

কানাইঘাটে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত ও ৮ দল সমর্থিত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান বলেছেন, “আগামী সংসদ হবে ইসলামের। অতীতে অনেক দল ক্ষমতায় থাকলেও তারা দেশের কল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। সর্বক্ষেত্রে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য ছিল; কিন্তু ২৪শের ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।“

তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায় এবং সেই আকাঙ্ক্ষা পূরণে ইসলামী দলগুলো এক কাতারে ঐক্যবদ্ধ হয়েছে। কানাইঘাট–জকিগঞ্জ জনপদের উন্নয়ন বহুদিন ধরেই পিছিয়ে রয়েছে উল্লেখ করে তিনি আসন্ন নির্বাচনে খেলাফত মজলিসের প্রতীক দেয়াল ঘড়ি মার্কায় রায় দেওয়ার আহ্বান জানান।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকাল ৩টায় কানাইঘাট পূর্ব বাজারে উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক মাওলানা আমিমুল ইহসান শামীম অনুষ্ঠান পরিচালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ,সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা মুখলিছুর রহমান, মাওলানা আব্দুস সালাম,জেলা সহ–সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ

বক্তারা সিলেট-৫ আসনে ৮ দলীয় জোটের বিজয় নিশ্চিত করতে মুফতি আবুল হাসানকে মনোনয়ন দেওয়ার জন্য জোটের শীর্ষ পর্যায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ছাত্র ও যুব মজলিসের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা তারিকুল ইসলাম, শেখ মাওলানা আব্দুস সালাম, আবুল কালাম, মাওলানা আব্দুল জলিল, শাহজাহান মো. সেলিম, মো. জাকারিয়া, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা এখলাছুর রহমান, আবু বক্কর সিদ্দিক, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুর রব চৌধুরী, মাওলানা দিলওয়ার হোসাইন, মাওলানা ফারুক আহমদ, হাফিজ আব্দুল হালিম, আব্দুল কুদ্দুছ, শাহ জাহান সেলিম, খাইরুল ইসলাম এবং ছাত্রনেতা সালমান আহমদ।

সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়