Thursday, July 13

কানাইঘাটে প্রশাসনের অভিযানে ৭ হাজার ফুট পাথর জব্দ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটের সীমান্তবর্তী এলাকায় পাহাড়-টিলা কেটে অবৈধ ভাবে পাথর উত্তোলনের হিড়ীক সংক্রান্ত অনুসন্ধানী মূলক সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর টনক নড়েছে উপজেলা প্রশাসন ও সিলেট পরিবেশ অধিদপ্তরের। সীমান্তবর্তী কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী সহ আশপাশ এলাকার বিভিন্ন গ্রাম, পাহাড়, টিলা কেটে ও বন বিভাগরে জায়গা ধ্বংস করে অবৈধভাবে সরকারী খাস খতিয়ানের জায়গা থেকে প্রভাবশালী চক্র ও পাথর খেকোরা দীর্ঘদিন ধরে হাজার হাজার ঘনফুট পাথর উত্তোলন করে এলাকার পরিবেশ মারাত্মক ভাবে বিপর্যয় করছে সংক্রান্ত সংবাদ সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। পূর্ব থেকে সীমান্তবর্তী এলাকায় পাহাড় ও টিলা কেটে পাথর উত্তোলন বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম নানা ধরণের উদ্যোগও গ্রহণ করেন। কিন্তু প্রভাবশালী চক্র প্রশাসনের বাঁধা নিষেধ উপেক্ষা করে সীমান্ত এলাকা জুড়ে অবৈধভাবে পাথর উত্তোলন করে তান্ডব চালিয়ে আসছিল। পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর পরিবেশ অধিদপ্তর সিলেট ও উপজেলা প্রশাসনের দৃষ্টি গোচর হওয়ার পর বৃহস্পতিবার বেলা ১টার দিকে সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ পারভেজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্যের নেতৃত্বে কানাইঘাট থানা পুলিশের সহযোগিতায় যৌথভাবে সীমান্তবর্তী এলাকার ডাউকেরগুল গ্রামের পাহাড় ও টিলা কেটে সরকারী খাস খতিয়ানের জায়গা থেকে পাথর উত্তোলনের ঘটনায় সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে অবৈধ ভাবে পাথর উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ময়না মিয়া নামে এক ব্যক্তিকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা এবং সাড়ে ৭ হাজার ঘন ফুট পাথর জব্দ করেন সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন সীমান্তবর্তী এলাকার টিলা, পাহাড় ও মানুষের বাড়ী ঘরের আঙ্গিনা কেটে যারা অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কাউকে অবৈধভাবে পাথর উত্তোলন করতে দেয়া হবে না। যারা এলাকার পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে পাথর উত্তোলন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা বিট কর্মকর্তা শহিদুল ইসলাম, কানাইঘাট থানার এস.আই পান্না লাল দে, ভূমি অফিসের সার্ভেয়ার রফিক আহমদ। অপরদিকে সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কানাইঘাট বাজারে পলিথিন বিরোধী এক অভিযান চালিয়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৫০ কেজি পলিথিন জব্দ করে ধ্বংস করা হয়। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৮ হাজার টাকা জরিমানা করেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়