Thursday, July 27

সুনামগঞ্জে রাস্তার বেহাল দশা !! দেখার কেউ নেই।


রোকন মিয়া সুনামগঞ্জ থেকে: দীর্ঘ দিন ধরে রাস্তা সংস্কার ও মেরামত না করায়, সুনামগঞ্জ জেলার উপর দিয়ে সদ্য বয়ে যাওয়া পাহাড়ি পানির ঢল এবং ভারি বৃষ্টিপাতের কারণে জেলার বিভিন্ন এলাকার অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। কোথাও কোথাও অনেক কাঁচা রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এসব রাস্তাঘাট কবে মেরামত বা সংস্কার করা হবে তা জানেন না এলাকাবাসী। গ্রামীণ রাস্তা-ঘাট ভেঙ্গে ও বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সব ধরনের যানচলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে হয়ে উঠেছেন রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ ও স্থানীয় এলাকাবাসী। প্রতিদিনই রাস্তার দায়িত্বশীল কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রকাশ্যে গালমন্দ করছেন তারা। এ ভোগান্তি থেকে মুক্তি হবে কবে জানতে চায় এলাকার সর্বস্তরের জনগণ। এমনি একটি এলাকা সুনামগঞ্জের অবহেলিত জনপদ তাহিরপুর। স্বাধীনতার ৪৬ বছর পার হলেও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ছোয়া তেমন ভাবে লাগেনি এমন অনেক জায়গা রয়েছে। অথচ এ উপজেলা থেকে সরকার প্রচুর পরিমান রাজস্ব পাচ্ছে প্রতি বছর। যে সরকার এসেছে তারাই নিজেদের আখের গোঁচাতেই ব্যাস্থ থাকে যার ফলে এ উপজেলার দিকে কারো নজর নেই যেন দেখার কেউ নেই। তবে বর্তমান সরকারের ক্ষমতায় মোটামুটি বেশ কিছু রাস্তার কাজ হলেও সেগুলোর পরবর্তীতে চলাচল অনুপযোগী হলে আর নতুন করে সংস্কার করা হচ্ছে না এতে রাস্তা পরিণত হচ্ছে মরণ ফাদে এরকম ভাবেই তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাওঁ বাশতলার একটি রাস্তা তৈরি হয়েছে মরন ফাদে। উপজেলার ব্যাবসা বানিজ্যের প্রান কেন্দ্র বাদাঘাট,উত্তর বড়দল,দক্ষিন বড়দল,তাহিরপুর সদর ইউনিয়ন,৩টি শুল্ক ষ্টেশন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,৩ টি কলেজ ও ছোট ছোট অর্ধশতাধিক গ্রামের জনসাধারন চলাচল করে এ সড়ক দিয়ে।এ বছর পাহাড়ি ডলে চারাগাওঁ বাসতলা সহ উপজেলার ভিন্ন স্থানে বড় বড় ভাঙ্গন থাকায় এখন যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হতে বসেছে।চারাগাওঁয়ের এ রাস্তাটি দিয়ে এ উপজেলা ছাড়া ২টি উপজেলার মানুষের যাতায়াত হয় বেশি বিশম্বরপুর,ধর্মপাশা তাই বর্তমানে এ রাস্তটি কাটা হয়ে দাড়িয়েছে উপজেলা গুলোর জনগনের। এছাড়াও গুরুত্বপূর্ন তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাহিরপুর-বাদাঘাট সড়ক হয়ে লালঘাট,বাশতলা,বাগলি রাাস্তা চলাচলে অযোগ্য হয়ে পরেছে। জরুরী বিত্তিতে কোন রোগীকে যানবাহনে করে হাসপাতালে যাওয়া যাচ্ছে না। এছাড়াও উপজেলা বিভিন্ন সড়কে বেহাল অবস্থা বিরাজ করছে। সর্বস্তরের চলাচলকারী জনসাধারন,শিক্ষক,ছাত্র- ছাত্রী,অবিভাবকগন বলেন-এই রাস্তাটি খুবেই গুরুত্বপূর্ন বর্তমানে এই সড়ক দিয়ে চলাচল করা যাচ্ছে না চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের সবাইকে। গুরুত্বের সাথে জরুরী বৃত্তিতে সংস্কার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানাই সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে। চারাগাওঁ বাজারের ব্যবসায়ীরা সহ স্থানীয় এলাকাবাসী জানান-চারাগাওঁ বাশতলা রাস্তাটি আসা যাওয়ায় একমাত্র রাস্তা ভাঙ্গা ছোড়া থাকায় যাতায়াতে মালামাল পরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে আর অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। চারাগাওঁ গ্রামের সাদ্দাম নামের একজন জানায়,আমরা এ রাস্তা দিয়ে সুনামগঞ্জে বিভিন্ন প্রয়োজনে প্রায় দৈনিক যেতে হয়। খুব দ্রুত কতৃপক্কের কাছে আকুল আবেদন জানাই যেন আমাদের এ সমস্যা সমাধান করেন। চরাগাওঁয়ের মেম্বার হাসান জানায়,পাহারি ডলে এ রাস্তাটি সহ ব্রিজ ভেঙ্গে গেছে এতে বিপাকে আছে এলাকার লোকজন। সুনামগঞ্জ নির্বাহী প্রকৌশলী সিদ্দিকুর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,কাল আমি এখানে লোক পাঠাব এবং বিষয়টি আমি দেখব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়