Wednesday, July 12

কানাইঘাট থানায় দর্জি সাইফুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাটে এক ওমান প্রবাসী যুবক কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার ও হোয়াটস অ্যাপ, ইমোতে এক সাংবাদিকদের স্ত্রীসহ বিভিন্ন মহিলার ছবি বিকৃতি করে ছেড়ে দেওয়ার ঘটনায় সর্বত্র ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে একে সামাজিক অধঃপতনের সাথে তুলনা করে বলেছেন, এ ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেসব অপরাধীরা অন্যের মানহানিকর ও ব্ল্যাকমেইলিং করে আপত্তিকর ছবি পোস্ট দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এ ধরনের অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সোচ্চার ভ‚মিকা পালন করতে হবে বলে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ জানিয়েছেন। জানা যায়- কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত আফতাব উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম কানাইঘাট বাজারের একজন দর্জি দোকানী ছিল। প্রায় বছর খানেক পূর্বে উক্ত দর্জি সাইফুল কৌশলে মিলেনিয়াম টিভির কানাইঘাট উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক কানাইঘাট বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক আলিম উদ্দিনের স্ত্রীর ব্যক্তিগত এন্ড্রয়েড মোবাইল ফোনটি চুরি করে। মোবাইল ফোনের মেমোরিতে সাংবাদিক আলিম উদ্দিনের স্ত্রী ও তাহার আত্মীয় স্বজন মহিলাদের ছবি ছিল। বিষয়টি ধরা পড়লে দর্জি সাইফুল পরবর্তীতে নিঃশর্ত ক্ষমা চায় তবে মোবাইল ফোনটি ফেরত না দিয়ে সে সময় ওমানে চলে যায়। সম্প্রতি ঈদ-উল-ফিতরের পর থেকে ওমান থেকে দর্জি সাইফুল বিভিন্ন নামে ফেইসবুক আইডি খুলে সাংবাদিক আলিম উদ্দিনের স্ত্রী সহ অন্যান্য মহিলাদের ছবি ফেইসবুকে ডিজিটাল ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে আপত্তিকর অবস্থায় চরম নোংরা ভাষা ব্যবহার করে ফেইসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইমোতে এবং অনেকের ফেইসবুক আইডিতে পোষ্ট করে আসছে। দর্জি সাইফুলের এমন নোংরা ব্ল্যাকমেইলিং এর ঘটনায় যেসকল মহিলারা আক্রান্ত হচ্ছেন বর্তমানে তাহারা সহ তাদের স্বজনরা মানসিক ভাবে একেবারে ভেঙ্গে পড়েছেন। দর্জি সাইফুলের বিরুদ্ধে এবং এর সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গত শনিবার সাংবাদিক আলিম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় তথ্য প্রযুক্তি আইনে দর্জি সাইফুল সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি পাওয়ার পর বর্তমানে ওমান প্রবাসী ঘটনার মূলহোতা দর্জি সাইফুল সহ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে এ ব্যাপারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ওসি আব্দুল আহাদ দর্জি সাইফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে কোন ধরনের আপত্তিকর পোষ্ট দিতে না পারে এজন্য নানা উদ্যোগের পাশাপাশি প্রযুক্তিরও সাহায্য নিচ্ছেন। দর্জি সাইফুলের পরিবারের সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধির সাথে কথা বলে কঠোর পদক্ষেপ নিচ্ছেন তিনি। ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, বিকৃতি করে সাংবাদিক আলিম উদ্দিনের স্ত্রী সহ অন্যান্য মহিলাদের ছবি ইন্টারনেটের মাধ্যমে সাইফুল ইসলাম নামে এক ওমান প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার ঘটনায় আমরা অপরাধিদের বিরুদ্ধে তৎপর রয়েছি। মূল ঘটনার নায়ক প্রবাসে থাকায় তার বিরুদ্ধে কি ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া যায় এবং সে যাতে করে এ ধরনের নোংরামি ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে দিতে না পারে সেই চেষ্টা আমরা চালাচ্ছি। এসব নোংরামি পোষ্টে যারা শেয়ার ও মন্তব্য করেছেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। সাংবাদিক আলিম উদ্দিন জানিয়েছেন- দর্জি সাইফুলের ডিজিটাল ব্ল্যাকমেইংয়ের স্বীকার আমার স্ত্রী ও অন্যান্য আত্মীয় স্বজনরা হয়েছেন। সামাজিকভাবে তিনি সহ তার স্বজনরা ভেঙ্গে পড়েছেন। কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজন ও মহিলাদের মানহানিকর কুরুচিপূর্ণ স্ট্যাটাস বন্ধ করার জন্য আন্তরিক রয়েছেন বলে জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়