Thursday, June 15

ঈদে যাত্রী হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

ঈদে যাত্রী হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কানাইঘাট নিউজ ডেস্ক:ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি করলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, বাসস্ট্যান্ডে যাত্রী টানাটানি, যেখানে-সেখানে গাড়ি থামিয়ে রাখা চলবে না। ঈদে ঘরমুখো মানুষের নিরাপদে আসা-যাওয়ার জন্য ডিএমপি সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।

অাজ বৃহস্পতিবার সকালে গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভার আয়োজন করে বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ফারুক তালুকদার।

ডিএমপি কমিশনার বলেন, ‘গাবতলী টার্মিনাল দিয়ে ঈদে ৩০ লাখ যাত্রী দেশের বিভিন্ন জায়গায় আসা-যাওয়া করে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা আমাদের সর্বোচ্চ দায়িত্ব পালন করবো।’

তিনি বলেন, ‘অনেক সময় দেখা যায় যাত্রীদের ব্যাগ ধরে টাকাটানি করা হয় গাড়িতে উঠানোর জন্য। এমন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনারা দেখেছেন রমজানে এ পর্যন্ত ঢাকা মহানগরে একটাও ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। মার্কেটগুলো সেহেরি পর্যন্ত খোলা থাকে। ঢাকার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে চারশ থেকে পাঁচশ পুলিশ সদস্য একটি খেজুর ও এক গ্লাস পানি খেয়ে ইফতার খোলে। বিভিন্ন উন্নয়নে রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করছি পরিবারের সঙ্গে যেন সবাই ইফতার করতে পারে, জ্যামে আটকে না থাকতে হয়।’

সভা শেষে ডিএমপি কমিশনার গাবতলী বাস টার্মিনালের টিকেট কাউন্টার ঘুরে দেখেন ও চার্ট অনুযায়ী তাদের ভাড়া রাখতে তাগিদ দেন। এ সময় শ্যামলি পরিবহনের এমডি রমেশ চন্দ্র এবং বিভিন্ন শ্রমিক নেতা ও পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়