Wednesday, June 14

কানাইঘাটে টিলা কেটে পাথর উত্তোলন ! প্রশাসনের অভিযানে ৫০ হাজার ফুট পাথর জব্দ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মনিপুর গ্রামে বিভিন্ন বাড়ী থেকে টিলা কেটে উত্তোলনকৃত অনুমান ৫০ হাজার ঘনফুট পাথর জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য। জানা যায় বসতবাড়ী এলাকা থেকে অবৈধ ভাবে টিলা কেটে বড় বড় গর্ত করে পাথর উত্তোলন করছে কুচক্রী পাথর খেকু মহল। পরিবেশ ধ্বংসকারী এসব পাথর খেকুদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গতকাল বুধবার দুপুর ১২ টায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মনিপুর গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য এক অভিযান পরিচালনা করেন। এসময় তাঁর সাথে ছিলেন, কানাইঘাট থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, সার্ভেয়ার রফিক আহমদ সহ একদল পুলিশ। এ অভিযান পরিচালনা কালে অবৈধ ভাবে পাথর উত্তোলনকারীরা খবর পেয়ে পালিয়ে যায়। পরে জব্দকৃত পাথরগুলো মনিপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের পুত্র আব্দুল মতিনের জিম্মায় রাখা হয়েছে। বাড়ির মালিকদের বিরুদ্ধে পরিবেশ ধ্বংস করার অপরাধে পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্য।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়