Monday, June 12

২৩৬ রানে আটকে গেল শ্রীলঙ্কা

২৩৬ রানে আটকে গেল শ্রীলঙ্কা
কানাইঘাট নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির সেমির টিকিট পেতে পাকিস্তানের প্রয়োজন ২৩৭ রান। টস হেরে আগে ব্যাট করে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩৬ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা।

লঙ্কানদের আসা-যাওয়ার মাঝে সর্বোচ্চ ৭৩ রান করেছেন নিরোশান ডিকভেলা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান এসেছে অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাট থেকে। বাকি ব্যাটসম্যানরা খুব একটা ভালো করতে পারেনি। কিছু রান করেছে আসেলা গুনারত্নে, সুরাঙ্গা লাকমাল ও কুশল মেন্ডিস।

পাক বোলারদের মধ্যে ৩টি করে উইকেট শিকার করেছেন হাসান আলী এবং জুনায়েদ খান। ২টি করে উইকেট দখল করেছেন আমির ও ফাহিম।

হারলে বিদায় আর জিতলে সেমিফাইনাল। এমন সমীকরণ মাথায় নিয়ে আজ কার্ডিফের সোফিয়া গার্ডেনসে লড়ছে পাকিস্তান-শ্রীলঙ্কা।

নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে ৮৬ রানে হারে শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ভারতকে পরাজিত করে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। আরেকদিকে ভারতের কাছে হারের পর সাউথ আফ্রিকাকে হারিয়ে আসরে টিকে থাকে পাকিস্তান।

সেমিতে ‘বি’ গ্রুপের নাম্বার ওয়ান দল ভারত মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় স্থানের দল বাংলাদেশকে। ১৫ জুন সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ কোহলিরা। অপরদিকে ‘এ’ গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে মাঠে নামবে আজকের ম্যাচের বিজয়ী দল।

শ্রীলঙ্কা একাদশ:

নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ:

আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, ফাহিম আশরাফ,  হাসান আলি, জুনাইদ খান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়