Monday, June 12

কানাইঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলন করায় জরিমানা ও সরঞ্জাম জব্দ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট ৯নং রাজাগঞ্জ ইউপির ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত সুরমা নদীর নিজ তালবাড়ী এলাকা থেকে ইজারা বর্হিভূত অবৈধ ভাবে বেশ কয়েকটি শক্তিশালী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লালন মিয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কিছু সরঞ্জাম। রমজান মাসের শুরু থেকে তালবাড়ী সুরমা নদীর ভাঙ্গন কবলিত লীজ বহির্ভূত এলাকা থেকে কয়েকটি ড্রেজার দিয়ে বালু উত্তোলন শুরু করেন স্থানীয় নিজ তালবাড়ী গ্রামের বালু ব্যবসায়ী জাবের চৌধুরী, কয়সর আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন সহ কয়েকজন। অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সোমবার বেলা ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য কানাইঘাট থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান। এসময় অবৈধ ভাবে বালু উত্তোলনের সাথে জড়িত থাকার দায়ে রাজাগঞ্জ ইউপির খালপার গ্রামের গোলাম হাদির পুত্র লালন মিয়াকে পুলিশ আটক করলে তার সহযোগী অন্যান্যরা পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। পরে উপজেলা সহকারী কমিশনার ভূমি তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লীজ বর্হিভূত এলাকা থেকে বালু উত্তোলনের দায়ে বালু মহাল ও মাটি কাটা ব্যবস্থাপনা আইনে মামলা দায়েরের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে মুচলেখার মাধ্যমে লালন মিয়াকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় এলাকাবাসী ‍"কানাইঘাট নিউজকে" জানিয়েছেন, গত কয়েক বছর ধরে জাবের চৌধুরী সহ তার সহযোগীরা মারাত্মক ভাঙ্গন কবলিত সুরমা নদীর তালবাড়ী বাজার সহ আশপাশ এলাকা থেকে একাধিক শক্তিশালী ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্যের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সুরমা নদীর রাজাগঞ্জ বালু মহাল ইজারা জাবের চৌধুরী নিলেও লীজকৃত এলাকা থেকে বালু উত্তোলন না করে লীজ বহির্ভূত তালবাড়ী এলাকা থেকে অবৈধভাবে কতিপয় লোকজন বালু উত্তোলন করায় আমরা সেখানে অভিযান পরিচালনা করি এবং ড্রেজারের কিছু সরঞ্জামাদি জব্দ করি। লীজ বর্হিভূত এলাকা থেকে কাউকে অবৈধ ভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়