Friday, June 2

কানাইঘাটের গাছবাড়ীতে বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবীতে মানববন্ধন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উপজেলার বৃহত্তর গাছবাড়ী এলাকার জনসাধারণ পল্লী বিদ্যুতের তীব্র লোডশেডিং এ অতিষ্ট। ইফতার, তারাবিহ ও সেহরীর সময় লোডশেডিং বন্ধ ও নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে গাছবাড়ী সচেতন যুব সমাজের উদ্যোগে গাছবাড়ী বাজারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল ২টায় গাছবাড়ী বাজার পয়েন্টে এলাকার শত শত যুবক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে অবিলম্বে গাছবাড়ী এলাকায় ঘনঘন পল্লী বিদ্যুতের লোডশেডিং বন্ধ, ইফতার, তারাবিহ ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা গ্রহণ করা না হলে এলাকাবাসী ঐক্যবদ্ধ ভাবে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিস ঘেরাও সহ যে কোন ধরনের কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন। সাংবাদিক তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও শাবিপ্রবি শিক্ষার্থী মহি উদ্দিন জাবেরের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, সিলেট জেলা বিএনপির সদস্য কামাল উদ্দিনন, কানাইঘাট উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হামজা হেলাল, ভোরের ডাকের কানাইঘাট প্রতিনিধি জসীম উদ্দিন,গাছবাড়ী দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. ইলিয়াস, জেলা যুব জমিয়ত নেতা মোঃ মহি উদ্দিন, সমাজ কল্যান যুব সমিতির সদস্য শ্যামল চন্দ্র চন্দ, জেলা ছাত্রদল সদস্য ছালিম অাছলাম, গাছবাড়ী ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক জুবের আহমদ, ছাত্রদল নেতা ইকবাল আহমদ রাজু, রেজাউল করিম মছরুর, ফজলুর রহমান, জাপা নেতা আব্দুল কাদির, সিলেট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা জাহেদ আহমদ, শাবিপ্রবির শিক্ষার্থী রুহেল আহমদ, জুবায়ের অাহমদ, জেলা ছাত্রদল নেতা রুবেল আহমদ, গাছবাড়ী ডিগ্রি কলেজ শিক্ষার্থী সেলিম আহমদ, রায়হান আহমদ, মায়রুফ প্রমুখ। মানববন্ধনে জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান বলেন, গাছবাড়ী এলাকায় অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। তীব্র লোডশেডিং এর ফলে ব্যবসা বাণিজ্য স্থবির এবং জনসাধারনের দৈনন্দিন কার্যক্রমে চরম ব্যাঘাত ঘটছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন এবং গৃহস্থলির কাজকর্ম করতে পারছেন না মহিলারা। তিনি অবিলম্বে লোডশেডিং বন্ধের দাবী জানান। না হয় কঠাের অান্দোলনের হুমকি দেন তিনি।সভাপতির বক্তব্য সাংবাদিক তাওহীদুল ইসলাম বলেন, গাছবাড়ীবাসী জানে কিভাবে অান্দোলনের মধ্যে দিয়ে দাবী অাদায় করতে হয়। সোজা অাঙ্গুলে ঘি না উঠলে অাঙ্গুল বাকা করতে প্রস্তুত গাছবাড়ীবাসী। তাই অহেতুক বিদ্যুৎ নিয়ে ছিনিমিনি না খেলে লোডশেডিং বন্ধের অাহ্বান জানান তিনি।পবিত্র রমজান মাসে লোডশেডিং বন্ধের দাবী জানিয়ে এলাকার যুব সমাজ গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি কানাইঘাট পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম বরাবরে দাখিল করা হবে বলে জানা গেছে।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়