Sunday, June 11

কানাইঘাটে চা-শ্রমিকদের মাঝে খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণ করলেন হুইপ সেলিম উদ্দিন এমপি


নিজস্ব প্রতিবেদক: সমাজসেবা অধিদপ্তর পরিচালিত চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচীর আওতায় কানাইঘাট লোভাছড়া ও নূনছড়া চা-শ্রমিকদের মধ্যে খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। গত শনিবার বিকেল ২টায় লোভাছড়া চা-বাগান বাংলোয় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে লোভাছড়া ও নূনছড়া চা-বাগানের ৬৩ জন চা-শ্রমিকদের মধ্যে জনপ্রতি ৫ হাজার টাকা মূল্যের চাল, মশুর ডাল, আটা, তৈল, আলু, সাবান, শাড়ী ও লুঙ্গী বিতরণ করেন সেলিম উদ্দিন এমপি। উপজেলা সহকারী কমিশনার ভূমি সুমন আচার্যের সভাপতিত্বে খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন এমপি বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি মানুষের সমান অধিকার দেওয়া হয়েছে, চা-শ্রমিকদের সেই অধিকার দিতে হবে। তাদের জীবন মান ও আর্থ-সামাজিক উন্নয়নে বর্তমান সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চা-শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান ও প্রতিবছর খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণের পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর দারিদ্র জনগোষ্টীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, ব্রিটিশরা অনেক ভালো কাজ করলে তারা সমাজে বিভাজন তৈরি করে চা-শ্রমিকদের মজুরীতে বৈষম্য সৃষ্টি করেছিল। সে ধারাবাহিকতা অদ্যবধি পর্যন্ত চলছে। চা-শ্রমিকরা তাদের বাসস্থান, চিকিৎসা ও লেখাপড়া থেকে বঞ্চিত রয়েছেন। তিনি চা-শ্রমিকদের অধিকার আদায়ের জন্য তাদের সন্তানদের লেখাপড়া উপর গুরুত্ব আরোপ করে বলেন, চা-শ্রমিকদের কাজের মজুরী বাড়ানো সহ তাদের দাবী দাওয়া বাস্তবায়নে সরকারের পাশাপাশি চা-বাগান মালিকদের আরো আন্তরিক হতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলীর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয়পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুস শহিদ লস্কর বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান জেমস্ লিও ফারগুসন নানকা, উপজেলা জাপার সভাপতি এড. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক। উপস্থিত ছিলেন, লক্ষীপ্রসাদ ইউপি জাপার সভাপতি নজির আহমদ, জাপা নেতা জাকারিয়া, জয়নাল আবেদীন প্রমুখ। খাদ্য ও পণ্যসামগ্রী বিতরণ শেষে চা-শ্রমিকদের সাথে মাটিতে বসে ফটোসেশন এবং চা-শ্রমিক নেতাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন এমপি সেলিম উদ্দিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়