Sunday, June 11

কানাইঘাট বড় চতুল ইউপি কমপ্লেক্স ভবনের উদ্বোধন ও ইফতার মাহফিল


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী এবং জনগণের দোরগোড়ায় সরকারের প্রদত্ত সেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারাদেশের ন্যায় কানাইঘাটের বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন আধুনিক কমপ্লেক্স ভবনের কাজ শুরু হয়েছে। জনপ্রতিনিধিরা তাদের পরিষদে বসে তৃণমূল পর্যায়ে উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়ন করতে পারেন, সেজন্য পরিষদের ভবনের পাশাপাশি আসবাবপত্র দেওয়া হচ্ছে। তিনি সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের তাকওয়া অর্জনের মাধ্যমে নিজেদের জীবন গঠন এবং দেশের জন্য ভালো কাজ এবং শান্তির ধর্ম ইসলামের প্রকৃত অনুশাসন মেনে দেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। সেই সাথে বিশ্বব্যাপী ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করতে জঙ্গি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহবান জানান। সেলিম উদ্দিন এমপি গতকাল শনিবার বিকেল ৪টায় প্রায় ৯০ লক্ষ টাকা ব্যায়ে কানাইঘাট ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবনের কাজের ভিত্তি প্রস্তর পরবর্তী বড়চতুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত মাহে রমজান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন চতুলীর সভাপতিত্বে ও মাওঃ ক্বারী হারুনুর রশিদের পরিচালনায় ভিত্তি প্রস্থর ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা জাপার সিনিয়র সভাপতি আব্দুস শহিদ লস্কর বশির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ড
সদস্য আলমাছ উদ্দিন, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা জাপার সভাপতি এড. আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেলিম উদ্দিন এমপির ব্যক্তিগত উদ্যোগে এলাকার হতদরিদ্র নারী পুরুষের মধ্যে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়