Sunday, June 11

জার্মানিতে অগ্নিকাণ্ড, আহত ৩৭

জার্মানিতে অগ্নিকাণ্ড, আহত ৩৭

কানাইঘাট নিউজ ডেস্ক: জার্মানির ব্রিম্যান শহরে একটি অভিবাসী সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ৩৭ জন আহত হয়েছেন। খবর রযটার্সের।

আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ব্রিম্যান পুলিশের এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বিল্ডিংয়ের পাশে থাকা আবর্জনা থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এটির পাশে অভিবাসীদের আরো শতাধিক বাড়ি-ঘর ছিল।

তিনি আরো বলেন, আগুন লাগার কারণ উদ্ধারে তদন্ত চলছে। তবে এর সাথে অভিবাসী বিরোধী কোন তৎপরতা যুকাত কি-না সে ব্যাপারটিও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৭টি গাড়ি ও ৭০ জন সদস্য কাজ করে যাচ্ছে। তবে প্রচুর ধোঁয়ার কারণে ভেতরে আটকা পড়াদের উদ্ধারে তাদের কিছুটা বেগ পেতে হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়