Friday, June 30

কতটা টেকসই নকিয়া ৩৩১০?

কতটা টেকসই নকিয়া ৩৩১০?

কানাইঘাট নিউজ ডেস্ক: পুরনো মডেলের নকিয়া ৩৩১০ ফোনটি নতুন রূপে বাজারে ফিরেছে। সম্প্রতি এই ফোনটির শক্তিমত্ত্বা পরীক্ষা করা হয়েছে। এক্ষেত্রে ফোনটির স্ক্র্যাচ, বার্ন ও বেন্ড টেস্ট করা হয়েছে। এসব পরীক্ষায় ফোনটি উতরে গেছে।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ভলোকিন প্রজেক্ট নকিয়া ৩৩১০ নিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালায়। এই পরীক্ষায় নকিয়া ৩৩১০ সর্বোচ্চ নম্বর পেয়েছে। তারা এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওটি ৭ মিনিটের।দীর্ঘ স্থায়িত্বের ফোন নকিয়া ৩৩১০। এই ফোনটিতে ডিসপ্লেতে ছুড়ি দিয়ে আঁচর কাটলেও এর ডিসপ্লে অক্ষত থাকবে। কেননা, এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস প্রটেকশন রয়েছে। প্লাস্টিক ডিজাইনের তৈরি ফোনটি স্ক্র্যাচ প্রুফ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়