Saturday, May 13

গুগলের ট্যাঙ্গো প্রযুক্তিতে আসছে ‘লেনোভো ফ্যাব ২ প্রো’

গুগলের ট্যাঙ্গো প্রযুক্তিতে আসছে ‘লেনোভো ফ্যাব ২ প্রো’

কানাইঘাট নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে লেনোভো টেক ওয়ার্ল্ডে ‘লেনোভো ফ্যাব ২ প্রো’ স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়েছে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে গুগলের ট্যাঙ্গো প্রযুক্তি। ট্যাঙ্গো প্রযুক্তির কারণে এই স্মার্টফোনে ভার্চুয়াল রিয়েলিটির গেম খেলার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। আগামী সেপ্টেম্বর নাগাদ বাজারে ছাড়া হবে স্মার্টফোনটি।

লেনোভো ফ্যাব ২ প্রো তে রয়েছে ৬.৪ ইঞ্চি কিউএইচডি আইপিএস ডিসপ্লে। রিয়ার আরজিবি ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। আরো বাড়তি দুটি ক্যামেরা রয়েছে এতে।

ফোনটিতে রয়েছে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৫২ এসওসি। যার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম। ৪০৫০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি রয়েছে ফোনটিতে। রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

হ্যান্ডসেটটির স্পিকার সিস্টেমে রয়েছে ডলবি অটমোস অডিও টেকনোলজি। থ্রিডি সাউন্ড রেকর্ডিংয়ের জন্য রয়েছে ডলবি অডিও ৫ দশমিক ১।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়