Friday, March 24

দক্ষিণ সুরমার জঙ্গি আস্তানার আশপাশ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে মানুষকে


কানাইঘাট নিউজ ডেস্ক: দক্ষিণ সুরমার শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া ভিলাটি ঘিরে রেখেছে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষায়িত টিম সোয়াত। শুক্রবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে রাখার পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে উৎসুক লোকজনদের। অভিযানের প্রাক-প্রস্তুতি সম্পন্ন করছেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা। এরপরেই তারা অভিযানে নামবেন। এর আগে অভিযানের অংশ হিসেবে শিববাড়ি এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি আতিয়া ভিলাতেও। এখনো অভিযান শুরু হয়নি। সোয়া্ত সদস্যরা এখনও প্রস্তুতি নিচ্ছেন। ফায়ার সার্ভিসের ঘটনাস্থলে অবস্থান করেছে। আনা হয়েছে অ্যাম্বুলেন্সও। এর পাঁচতলা ভবনের নীচতলার একটি ফ্ল্যাটে ‘জঙ্গিরা’ অবস্থান করছে। সেখানে অভিযান চালাতে শুক্রবার বিকাল ৩টা ৫২ মিনিটে সোয়াত ঘটনাস্থলে এসে পৌঁছায়। কালো রংয়ের একটি হাইয়েসে করে সোয়াত দলটি এসেছে। এই দলের সাথে পুলিশের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের চারজন সদস্যও এসেছেন। এর আগে গত শুক্রবার রাত ৩টা থেকে পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে। নীচতলার ওই ফ্ল্যাটে নারীসহ কয়েকজন জঙ্গি রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকাল ৭টার দিকে বাড়ির ভেতর থেকে বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ জানায়, এটি শক্তিশালী গ্রেনেড হতে পারে। পুলিশও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। সূত্র: সিলেট ভিউ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়