Sunday, March 19

কানাইঘাটে প্রজন্ম জাগরনী কাফেলা'র ইসলামিক কনফারেন্স ও হামদ্-নাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
দেশের খ্যাতনামা লেখক, বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট কবি মুসা আল হাফিয বলেছেন, বর্তমান সমাজে আজ সর্বক্ষেত্রে হতাশা বিরাজ করছে। ধর্মীয় অনুশাসন না মানার কারনে সমাজ কলুষিত হচ্ছে। যুব সমাজ নানা ধরনের অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়েছে। সর্বত্র যেন অপরাধীরা ক্ষমতার দাপট দেখিয়ে যা ইচ্ছা তাই করছে। তিনি আরো বলেন, আজ যদি সকল সমাজে কোরআন সুন্নার আলোকে জীবন পরিচালনা হত তাহলে আমরা বিপথগামী হতাম না। তিনি শিক্ষার্থীদের সুস্থ ইসলামী সাংস্কৃতিক কর্মকান্ডে অংশগ্রহণ এবং সর্বক্ষেত্রে ইসলামের সু-মহান আদর্শকে লালন করে নিজেদের জীবন পরিচালিত করার জন্য আহ্বান জানান। কলামিস্ট কবি মুসা আল হাফিয জৈন্তার বিশিষ্ট কবি আলহাজ্ব মাওঃ আহমদ হোসাইন আতহরী চতুলী রহ. এর স্মৃতি চারন করে বলেন, বর্তমান সমাজে তার মতো ব্যক্তিত্বের বড়ই প্রয়োজন ছিল। তিনি গত শনিবার বিকেলে কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির ঐতিহ্যবাহী গ্রাম প্রজন্ম জাগরনী কাফেলা সরুফৌদ চতুলের তৃতীয় বার্ষিক ইসলামিক কনফারেন্স ও হামদ্-নাত মাহফিলে টক-শো তে অংশগ্রহণ করে উপরোক্ত কথাগুলো বলেন। বিশিষ্ট আলেম মাও. আব্দুল্লাহ বাহার ও মাও. শোয়াইবুর রহমানের সভাপতিত্বে এবং দেশের খ্যাতনামা উপস্থাপক মাও. হাফিয মীম সুফিয়ান, মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী এবং মাও. হাবিব আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় উপ-মহা পরিচালক মাও. শাহ্ নজরুল ইসলাম, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাও. হাফিয মাহবুব সিরাজী, দেশের বিশিষ্ট টিভি উপস্থাপক আহমদ শামসুদ্দিন, বয়ান পেশ করেন, মাও. আব্দুল জলিল ফরিদী ঢাকা, মাও. মুহি উদ্দিন রাগীবি, মাও. বদরুল ইসলাম, মাও. নুরুল ইসলাম নোমানী, মাও. আনোয়ার হোসেন, মাও. হাফিয ইমদাদ উল্লাহ মারজান, মাও. ক্বারী সাজ্জাদুর রহমান, মাও. ক্বারী জামাল উদ্দিন, মাও. ক্বারী তাহির আলী, মাও. হাফিয নোমান আহমদ সরুফৌদী প্রমুখ। তেলাওয়াতে অংশগ্রহণ করেন, আন্তর্জাতিক মানের ক্বারী ইসমাইল চট্টগ্রাম। হামদ্ ও নাত পরিবেশনায় ছিলেন, দেশের খ্যাতনামা ভোরের আলো কাফেলার রাকিব আল হাসান, মীম সুলতান, মাছুম বিল্লাহ সহ শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, মাও. হাফিয কুতুবুদ্দীন, মাও. হাফিয মারুফ আহমদ, মাও. জবরুল ইসলাম, মাও. আব্দুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালাম উল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেন মাহদী আল হামজা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়